Home শিক্ষা এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ মার্চ উদযাপন

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ মার্চ উদযাপন

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এ যথাযোগ্য মর্যাদায় ‘৭ই মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস’ উদযাপন করা হয়েছে।

রবিবার (৭মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান জাতীয় পতাকা উত্তোলন করেন।

এর পরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। সকাল ১০ ঘটিকায় এ উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।

ড. মোস্তফা মাহমুদ হাসান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।
প্রধান অতিথি উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক ভাষণ হিসেবে আখ্যায়িত করেন এবং ১৯৭১ সালের আজকের এই দিনে রেসকোর্স ময়দানে স্বাধীনতার আহ্বান সম্বলিত ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তাই আজকের দিনটিতে প্রথমবারের মত জাতীয় ঐতিহাসিক দিবস উদযাপন করায় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এতে আরো বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক ও ট্রেজারার (অ.দা) মো. শাহারিয়ার কবীর, কৃষি অনুষদের ডীন ও রেজিস্ট্রার (অ.দা) ড. মো. দেলোয়ার হোসেন, কৃষি অনুষদের কোঅর্ডিনেটর ড. শাহেব আলী প্রামাণিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালকগণ ড. শামীমুল হাসান, মো. মকবুল হোসেন, ড. মো. সোহেল আল বেরুনী। এছাড়াও ড. আশরাফুল আরিফসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে দোয়া ও মুনাজাত করা হয়।
-সংবাদ বিজ্ঞপ্তি।