বিজনেসটুডে২৪ প্রতিনিধি
সিলেট: সিলেটে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে নেমেছে পানি। তবে এখনও রানওয়ের এপ্রোচ লাইট জ্বালানো সম্ভব হচ্ছে না। ফলে এখনও সিলেটের সঙ্গে বিমান যোগাযোগ স্বাভাবিক করা যাচ্ছে না।
এ বিষয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার জানান, রানওয়ে থেকে পানি নেমে গেলেও এপ্রোচ লাইটগুলো তলিয়ে আছে। ফলে বিমান চলাচলের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
জানা গেছে, রোববার (১৯ জুন) থেকেই নামতে শুরু করে রানওয়ের পানি, সোমবার (২০) প্রায় পুরোটাই নেমে যায়। রানওয়েতে পানি ওঠায় গত শুক্রবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়। পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল।
আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে আসেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, রানওয়েতে পানি ঢুকলেও ওসমানী বিমানবন্দরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন রানওয়েতে পান নেই, তবে এপ্রোচ লাইটগুলো এখনও তলিয়ে আছে। যে কারণে সেফটির জন্য এখনও সিলেট এয়ারপোর্ট থেকে বিমান চলাচল স্বাভাবিক করা যাচ্ছে না। এপ্রোচ লাইটগুলো পানিমুক্ত হলে যত দ্রুত সম্ভব ফ্লাইট ওঠা-নামা শুরু হবে।