Home Uncategorized এবার ক্যালিফোর্নিয়ায় মাঝসমুদ্রে আটক প্রমোদ তরী

এবার ক্যালিফোর্নিয়ায় মাঝসমুদ্রে আটক প্রমোদ তরী

ক্যালিফোর্নিয়ায় আটক প্রমোদতরী। ছবি :সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ক্যালিফোর্নিয়ায় মাঝ সমুদ্রে আটকে দেয়া হলো আর একটি প্রমোদ তরী।

জাপানে সমুদ্রে ভাসছে প্রমোদ তরী-ডায়মন্ড প্রিন্সেস। এখন ক্যালিফোর্নিয়ায় মাঝ সমুদ্রেই আটকে দেওয়া হল হাওয়াই ফেরতগ্র্যান্ড প্রিন্সেস জাহাজটিতে ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৭১ বছরের এক যাত্রীর। তাঁর শরীরে কোভিড১৯ পজিটিভ ছিল। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে জাহাজের বাকি যাত্রী ক্রু মেম্বারদের মধ্যে

হাওয়াই থেকে সান ফ্রান্সিসকো ফিরছিল ওই জাহাজ। মাঝ সমুদ্রেই সংক্রমণ ধরা পড়ে এক যাত্রীর। ওই যাত্রী মেক্সিকো গিয়েছিলেন। সেখান থেকেই ভাইরাসে সংক্রামিত হন। জাহাজেই মৃত্যু হয় তাঁর। ওই যাত্রীর সংস্পর্শে যাঁরা ছিলেন তাঁদের মধ্যেও ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মাঝ সমুদ্রেই তাই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে গ্র্যান্ড প্রিন্সেস জাহাজটিকে

ক্যালোফোর্নিয়ার গভর্নরের কথায়, ওই জাহাজে ক্রু মেম্বার যাত্রী মিলিয়ে প্রায় আড়াই হাজার জন রয়েছেন। ক্রু মেম্বারদেরই সংখ্যা ,১৫০ জন। তাঁদের মধ্যে ১১ জন যাত্রী ১০ জন ক্রু মেম্বারের শরীরে ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। জাহাজের ভিতরেই প্রাথমিকভাবে আইসোলেশন কেবিন বানিয়ে সেখানে ওই যাত্রীদের রাখা হয়েছে

ক্যালোফোর্নিয়ার স্বাস্থ্য দফতর জানিয়েছে, মেডিক্যাল টিম পাঠানো হতে পারে জাহাজে। যাত্রীদের নমুনা সংগ্রহ করে ভাইরাস টেস্টের জন্য পাঠানো হবে