Home Third Lead অনবদ্য এমবাপ্পে, তবুও রাজা মেসিই

অনবদ্য এমবাপ্পে, তবুও রাজা মেসিই

বিজনেসটুডে২৪ ডেস্ক

ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা৷ রুদ্ধশ্বাস লড়াই উপহার দিলেন এমবাপ্পে ও মেসি দুজনেই। এমবাপ্পে বোঝালেন কেন তিনি বিশ্ব ফুটবলের আগামীর নায়ক হিসেবে বন্দিত হচ্ছেন। বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করে সোনার বুটের মালিক তিনিই।

প্রথমার্ধে লিয়োনেল মেসি ও দি মারিয়ার গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের একবারে শেষে জোড়া গোল করলেন এমবাপ্পে। দু গোল হজম করে বিরতিতে গেল আর্জেন্টিনা। গোড়া থেকে ম্যাচে যে ফ্রান্স কে অগোছালো মনে হচ্ছিল, দ্বিতীয়ার্ধে তারাই নামল দ্বিগুণ এনার্জি নিয়ে।

অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন এমবাপ্পে। শেষ পর্যন্ত টাইব্রেকারে হল খেলার ফয়সালা। সেখানে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ পেল। আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেসের কথা অবশ্যই বলতে হবে।

ফ্রান্সের বিপক্ষে দুটো সেভ করে অবশ্যই নায়ক মার্তিনেস।