Home Uncategorized দ্বিতীয়বার মা হলেন নায়িকা এমি জ্যাকসন

দ্বিতীয়বার মা হলেন নায়িকা এমি জ্যাকসন

এমি জ্যাকসন

বিজনেসটুডে২৪ ডেস্ক:দ্বিতীয়বার মা হলেন রজনীকান্ত-অক্ষয় কুমারের বহুচর্চিত ছবি ‘২.০’-এর নায়িকা এমি জ্যাকসন। পুত্রসন্তান হয়েছে এমির।

অভিনেত্রী নিজের সোশাল মিডিয়ায় সদ্যোজাতের ছবি দিয়ে এই সুখবর জানিয়েছেন। এমনকী সন্তানের নামও ঘোষণা করেছেন। তিনি নিজেই লিখেছেন “স্বাগত অস্কার আলেকজান্ডার ওয়েস্টউইক।” খবর ছড়াতেই অনুরাগীরা বলছেন, অবশেষে ‘অস্কার’ এল এমির ঝুলিতে। নবজাতকের আগমনের খবরে যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন বলি ইন্ডাস্ট্রির সহকর্মীরাও।

‘গসিপ গার্ল’ খ্যাত এড ওয়েস্টউইকের সঙ্গে গতবছর সাতপাকে বাঁধা পড়েন এমি। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই এমি আর এড যৌথভাবে খুশির খবর ছড়িয়ে দেন। প্রসঙ্গত, গত বছরের শেষ থেকেই গর্ভধারণের প্রতিটি ধাপের অভিজ্ঞতা অভিনেত্রী ভাগ করে নিচ্ছিলেন তাঁর অনুরাগীদের সঙ্গে। সোশাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবিতে দেখা গিয়েছে, নতুন মাকে আদরে ভরিয়ে দিচ্ছেন এড। অন্যটিতে তিনি চুম্বন করছেন নবজাতককে। সাদাকালো ছবিতে দেখা মিলেছে খুদেরও। এবার দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী। ২০১৯ সালে এক হোটেল মালিক জর্জ পানাইওটোর সঙ্গে বাগদান হয়েছিল এমির। তাঁদের একটি পুত্রসন্তান হয়েছিল। ছেলের নাম রাখেন আন্দ্রেয়াস। ২০২১-এ তাঁদের বিচ্ছেদ হয় এবং ২০২২-এ ফের ওয়েস্টউইককে বিয়ে করেন অভিনেত্রী।