এশিয়া ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয়েছে। গতকাল সোমবার অনলাইন প্ল্যাটফর্মে কোম্পানির চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে ২১তম এজিএম অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন মুখ্য নির্বাহী মো. ইমাম শাহীন, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রফিকুল ইসলামসহ অন্যরা। সভাটি সঞ্চালনায় ছিলেন কোম্পানি সচিব মো. আতিক উল্যাহ মজুমদার। এ সময় জানানো হয়, ২০২০ সালে কোম্পানির মোট প্রিমিয়াম আয় ৭০ দশমিক ২১ কোটি টাকা, যা আগের বছর ছিল ৬৩ দশমিক ১৯ কোটি টাকা; এক্ষেত্রে প্রবৃদ্ধি ১১ দশমিক ১১ শতাংশ।
সভায় উদ্যোক্তা শেয়ারহোল্ডার পরিচালকদের মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মোস্তফা হায়দার ও আবুল বশর চৌধুরী পরিচালক পদে পুনঃনির্বাচিত হয়েছেন। এবং জনগণের অংশের শেয়ারহোল্ডারদের মধ্যে বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রতিনিধিত্বকারী পরিচালক তারিক সুজাত, সাউথইস্ট ব্যাংকের প্রতিনিধিত্বকারী পরিচালক এম কামাল হোসেন এবং ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন কোম্পানির পরিচালক নির্বাচিত হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি