Home Second Lead এসএসসি সমমানে এবারও এগিয়ে মেয়েরা

এসএসসি সমমানে এবারও এগিয়ে মেয়েরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে গতবারের মত এবারও এগিয়ে আছে মেয়েরা। তাদের পাশের হার ৯৪.৫০। আর ছেলেদের পাশের হার ৯২.৬৯ শতাংশ।

সারাদেশে এবারে এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন।তাদের মধ্যে ছেলে ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। আর মেয়ে ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। মোট ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন ছাত্র-ছাত্রী পাশ করেছে।

এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন ।  এসএসসিতে পাসের হার ৯৪ দশমিক ০৮ শতাংশ, দাখিলে ৯৩ দশমিক ২২ শতাংশ এবং কারিগরিতে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।

এসএসসি-সমমান পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। প্রতি বিভাগে তিনটি করে বিষয়ে পরীক্ষা হয়েছে জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফল দেওয়া হবে বাকি বিষয়ে ।