Home আকাশ পথ সহযাত্রীর গায়ে প্রস্রাবের জের! চাকরি খোয়ালেন অভিযুক্ত শঙ্কর

সহযাত্রীর গায়ে প্রস্রাবের জের! চাকরি খোয়ালেন অভিযুক্ত শঙ্কর

বিজনেসটুডে২৪ ডেস্ক

দিল্লি: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের জন্য কড়া শাস্তি পেতে হলো অভিযুক্ত শঙ্কর মিশ্র-কে। চাকরি থেকে বরখাস্ত করা হল তাকে। অভিযুক্ত মুম্বইয়ে ওয়েলস ফার্গো  নামে একটি সংস্থায় কর্মরত ছিল। শুক্রবার ওয়েলস ফার্গোর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিমানের মধ্যে শঙ্করের বিরুদ্ধে যে অভব্য আচরণের অভিযোগ উঠেছে, তা কোম্পানি সমর্থন করে না। এই ঘটনায় কোম্পানির বদনাম হয়েছে। এরপরেই কোম্পানি থেকে শঙ্কর মিশ্রের বরখাস্তের সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর আমেরিকা থেকে দিল্লিতে ফিরছিলেন ৭০ বছর বয়সি এক বৃদ্ধা। বিমানের বিজনেস ক্লাসে ) আচমকাই তাঁর গায়ে প্রস্রাব করে শঙ্কর মিশ্র নামে ওই ব্যক্তি। ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল বলে জানা যায়। অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকার কারণে ঘটনাটি সকলের নজর এড়িয়ে যায়। বিমানের কর্মীদের এই ঘটনা জানালে, তাঁরা ওই বৃদ্ধাকে পরিষ্কার জামাকাপড় পরে ঘুমিয়ে পড়তে নির্দেশ দেন। বিমানকর্মীদের আচরণে অত্যন্ত বিরক্ত হয়ে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের কাছে অভিযোগ জানিয়ে চিঠি লেখেন ওই বৃদ্ধা।

এদিকে, অভিযুক্ত শঙ্কর মিশ্রের খোঁজে জোর তৎপরতা শুরু করেছে দিল্লি পুলিশ । বেঙ্গালুরুতে গিয়েছে দিল্লি পুলিশের একটি দল। সেখানে অভিযুক্তের এক বোন থাকেন। কয়েকদিন আগেও অভিযুক্ত শঙ্কর বোনের বাড়িতে এসেছিল বলে পুলিশ জানতে পারে। শুক্রবার অভিযুক্তের খোঁজে বেঙ্গালুরু যায় পুলিশের দলটি। গতিবিধি জানতে শঙ্করের বোনকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়। শঙ্কর আদতে মুম্বইয়ের বাসিন্দা। সেখানে পরিবার সহ থাকে সে। দিল্লি পুলিশের আরেকটি দল অভিযুক্তের খোঁজে মুম্বই গেছে বলে খবর। তাঁকে ধরতে পুলিশি তৎপরতা শুরু হওয়ার পরেই আইনজীবী মারফৎ বিবৃতি দিয়েছে অভিযুক্ত শঙ্কর মিশ্র। মহিলা তাকে ক্ষমা করেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। ক্ষমা চাওয়ার পর ওই মহিলাই অভিযোগ দায়ের কোনও ইচ্ছাপ্রকাশ করেননি বলেও দাবি অভিযুক্তের।

এই ঘটনার রেশ কাটতে না কাটতে গত ৬ ডিসেম্বর মদ্যপান করে মহিলা সহযাত্রীর কম্বলে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল এয়ার ইন্ডিয়ার প্যারিস থেকে দিল্লিগামী একটি বিমানেও। প্রশ্ন উঠেছে পরিষেবা নিয়েও। দু’টি ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ । এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন এই ঘটনাগুলির প্রেক্ষিতে রিপোর্ট তলব করেছেন। পাশাপাশি বিমানে কোনও অভব্য আচরণের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা কর্তৃপক্ষকে জানাতে হবে, এই নির্দেশ দিয়েছেন তিনি। এক্ষেত্রে যদি সহযাত্রীরা নিজেদের মধ্যেও সমস্যা মিটিয়ে ফেলে সেই ক্ষেত্রেও বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনতে হবে নির্দেশ দিয়েছেন এয়ার ইন্ডিয়ার সিইও।