Home First Lead এয়ার ইন্ডিয়া বিমান দুই টুকরা: নিহত ২০

এয়ার ইন্ডিয়া বিমান দুই টুকরা: নিহত ২০

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতের কেরালায় এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় পাইলটসহ মৃত্যু পাইলট, কো-পাইলটসহ ২০ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে ৪ শিশু রয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২৩ জন। তাদের ১২ জনের অবস্থা সংকটাপন্ন। শুক্রবার মধ্যরাতে উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সন্ধ্যায় কোঝিকোড় বিমানবন্দরে রানওয়েতে অবতরণ করার সময় বিপর্যয় ঘটে।  পিছলে গিয়ে একটি খাদে পড়ে যায় বিমানটি।

এয়ার ইন্ডিয়ার বিমানটি দুবাইতে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিয়ে আসছিল।

ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডি জি সি এ জানিয়েছে যে প্রবল বৃষ্টির মধ্যেই বিমানটি অবতরণ করছিল। দৃশ্যমানতা ছিল ২০০০ মিটার।

বিমানটি রানওয়ে ওয়ান জিরো ছোঁয়ার পরে না থেমেই রানওয়ের শেষ মাথায় চলে যায় আর তার পরে সেটি ছাড়িয়ে সামনের উপত্যকায় গিয়ে পড়ে। তখনই বিমানটি দুটো টুকরো হয়ে যায়।

দুবাই থেকে কোঝিকোড় ফিরছিল এই বিমানটি। বিমানে ছিল ১৭৪ জন যাত্রী, ১০ শিশু, ২ পাইলট ও ৫ কেবিন ক্রু ।