Home সারাদেশ ওবায়দুল কাদেরের বোনের বাসায় হামলা

ওবায়দুল কাদেরের বোনের বাসায় হামলা

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা কেজি স্কুল রোডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বোন তাহেরা বেগমের (৬৯) বাস ভবনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

শনিবার (২৪ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে বসুরহাট পৌরসভা কেজি স্কুল রোডের ওই বাসায় দুর্বৃত্তরা এ হামলা চালায়।

ওবায়দুল কাদেরের বোন তাহেরা বেগমের ছেলে হুমায়ুন রশিদ মিরাজ ঘটনার নিশ্চিত করে জানান, চিহ্নিত সন্ত্রাসী শহীদ উল্যাহ রাসেল প্রকাশ ওরফে কেচ্ছা রাসেলের নেতৃত্বে ৫-৬ জন সন্ত্রাসী হামলা চালিয়ে ১০-১২টি ককটেল নিক্ষেপ করে। এতে বাসায় থাকা মা, তার স্ত্রী ও আশপাশের সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

ওই বাসায় সেতুমন্ত্রীর ভাগিনা ও উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুও থাকেন। তবে হামলার সময় তিনি দলের কাজে ঢাকায় অবস্থান করছিলেন।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়টি ককটেল বিস্ফোরণ হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।