হুন্ডি প্রতিরোধে ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ব্যাপক তৎপরতা
মাস্কাট ( ওমান): ন্যাশনাল ব্যাংক অব ওমান এর আমন্ত্রণে সোশ্যাল ক্লাবের নির্বাহী সদস্যরা ব্যাংকের হেডকোয়ার্টার অফিস পরিদর্শন করেন।
গত বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংক অব ওমান এর আমন্ত্রণে সোশ্যাল ক্লাবের নির্বাহী সদস্যরা চেয়ারম্যান সিরাজুল হকের নেতৃত্বে ব্যাংকের হেডকোয়ার্টার অফিস পরিদর্শনে গেলে ব্যাংকের এর উচ্চপদস্থ কমকর্তারা ফুলেল শুভেচ্ছায় ক্লাব কর্মকর্তাদের স্বাগত জানান। পরে ব্যাংকের সাদারা মজলিশে দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সোশ্যাল ক্লাবের পক্ষে নেতৃত্ব দেন ক্লাবের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আর ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন জিভি রামাকৃশনা, হেড অব সেলস এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ও তারিক আতিক, হেড অব রিটেইল এন্ড ডিজিটাল ব্যাংকিং অফিসার।
বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে ন্যাশনাল ব্যাংক চুক্তিবদ্ধ হওয়ার পর ব্যাংক কর্মকর্তারা তাদের ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়াতে সোশ্যাল ক্লাবের সহযোগীতা কামনা করলে ক্লাবের চেয়ারম্যান ও কর্মকর্তারা সব ধরনের সহযোগীতা প্রদানের প্রতিশ্রুতি দেন।
ন্যাশনাল ব্যাংক ওমানের প্রথম ব্যাংক যা প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে। ব্যাংক এর সর্বোচ্চ কর্মকর্তারা স্ব প্রণোদিত হয়ে ক্লাবের বিভিন্ন ইভেন্টে স্পনসর করবে এবং ব্যাংক হেডকোয়ার্টার এর অডিটোরিয়াম হল বিনা খরচে ক্লাবকে ব্যবহার করার সুযোগ দিবে এবং সেই সঙ্গে সব ধরনের সহযোগীতা দেয়ার প্রতিশ্রুতিও প্রদান করেন। ব্যাংক কর্মকর্তারা বলেন শীঘ্রই সোশ্যাল ক্লাবকে সাথে নিয়ে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। স্থানীয় একটি ফাইভস্টার হোটেলে এই মতবিনিয় সভা অনুষ্ঠিত হবে বলে জানান ব্যাংক কর্মকর্তারা ।
ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা বলেন বাংলাদেশীরা বেশীর ভাগ টাকা পাঠায় অবৈধভাবে হুন্ডি বা বিকাশে যা ওমানের চেয়ে বাংলাদেশের ক্ষতি হয় বেশি। ক্লাব কর্মকর্তারা বলেন হুন্ডি প্রতিরোধে আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা ওমান প্রশাসন-এর সহযোগীতা কামনা করছি। ইতিমধ্যে সোশ্যাল ক্লাব হুন্ডি বিরোধী ক্যাম্পিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং তা দ্রুত কার্যকর হবে। “say no to Hundi” হুন্ডিকে না বলুন। ব্যাংক কর্মকর্তারা ও সোশ্যাল ক্লাব চেষ্টা করবে এই স্লোগান সামনে রেখে ব্যাংক ক্লাব ও দুই দেশের প্রশাসন এক সাথে কাজ করলে অচিরেই বন্ধ হবে অবৈধভাবে টাকা পাঠানো এবং লাভবান হবে সবাই দেশ তথা রেমিটেন্স যোদ্ধারা ।
উল্লেখ্য সোশ্যাল ক্লাব আরও কয়েকটি ব্যাংকের সাথে বৈঠক করে হুন্ডি বিরোধী ক্যাম্পিং এ সহযোগীতা চাইবে এবং হুন্ডি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এসময় সোশ্যাল ক্লাবের পক্ষে চেয়ারম্যান সিরাজুল হক, ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল, সাধারণ সম্পাদক এম এন আমিন,যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও আব্দুল রহিম, সাহিত্য সম্পাদক শাহজাহান ভুইঞা, সাংস্কৃতিক সম্পাদক অজিত শীল, মহিলা উইংস এর কনভেনার ডাক্তার জান্নাত ও সদস্য ইঞ্জিনিয়ার ফারজানা রিমি উপস্থিত ছিলেন।
ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমানের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এর আস্থা অর্জনে অনেক দূর এগিয়েছে। ব্রান্ডেড কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট বিপননে প্রচার প্রসারে এখন সোশাল ক্লাবকে গুরুত্ব দিচ্ছে বেশি।
অন্যদিকে বিদেশীদের মাঝে ওমানে বাংলাদেশীরা এখন সর্ববৃহৎ কমিউনিটি বলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশীদের মুল্যায়ন করছে বেশি। ইতিমধ্যে ওমান এয়ার,ছালাম এয়ার সহ কয়েকটি এয়ার লাইন্স এর কর্মকর্তারা ও কয়েকটি ব্যাংক, এক্সচেঞ্জ কোম্পানি সহ বহু ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারা ক্লাব পরিদর্শন করে তাদের ব্যবসা প্রসারে ক্লাবের কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করে ক্লাবের সহযোগীতা কামনা করে।
-সংবাদ বিজ্ঞপ্তি