বিজনেসটুডে২৪ ডেস্ক
বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মাঝেই একটা স্বস্তির খবর। একদিকে যেমন দক্ষিণ আফ্রিকার একদল বিজ্ঞানী দাবি করছেন, এখনই ওমিক্রন ভয়ঙ্কর কিছু নয়, তা বলার সময় আসেনি, তেমনই আবার আশা জাগাচ্ছে ওমিক্রনে আক্রান্তদের স্বাস্থ্য-সংবাদও। আর তাতেই WHO এবং করোনভাইরাস-বিশেষজ্ঞরা ক্রমবর্ধমানভাবে নিশ্চিত হচ্ছেন যে নতুন Omicron ভ্যারিয়েন্টটির ধাক্কা ‘অতি মৃদু’ এবং এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোথাও কোভিড মৃত্যুর হার বাড়ায়নি।
WHO বুধবার বিভিন্ন দেশ, যারা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে, তাদের তা প্রত্যাহার করতে আর্জি জানায়। এক বিবৃতিতে হু বলে, ওমিক্রন ঘিরে এই গণ হিস্টিরিয়া শেষ হোক। পরিবর্তে সতর্কতা নেওয়া হোক। হু-এর পক্ষ থেকে বলা হয়, মানুষকে আশাবাদী হতে হবে কারণ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টটি আগের ডেল্টা রূপের চেয়ে বেশি প্রাণঘাতী নয়৷ দেখা গেছে, ওমিক্রন নির্ণয় হওয়ার পর হাসপাতালে ভর্তি বা মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।