Home Third Lead গ্রেপ্তার সাবেক ওসি পুলিশ হেফাজত থেকে লাপাত্তা

গ্রেপ্তার সাবেক ওসি পুলিশ হেফাজত থেকে লাপাত্তা

শাহ আলম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ৮ জানুয়ারি মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে গ্রেপ্তার উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন।

পুলিশসূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ২ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি হত্যার মামলায় আসামি শাহ আলম। কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে আনার পর উত্তরা পূর্ব থানায় পুলিশ হেফাজতে ছিলেন তিনি। থানায় ওসির কক্ষে রাখা হয়েছিল তাকে। বৃহস্পতিবার দুপুরে তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছেন। বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে তোলার কথা ছিল। কিন্তু আদালতে নেওয়ার আগেই দুপুর সোয়া ১২টার সময় পূর্ব থানা থেকে কৌশলে পালিয়ে যায় বলে জানা যায়।

ডিএমপির উত্তরা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে গণমাধ্যমকে বলেন, ‘সাবেক ওসির পলায়নের ঘটনায় সবাই চাপে আছি। তাকে খুঁজে বের করতে সাঁড়াশি অভিযান চলছে।’

ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন।

ছাত্র-জনতা হত্যা মামলার ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি।

এ ঘটনায় একজন এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সূত্র জানায়। এদিকে আসামি শাহ আলমকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন।