বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কক্সবাজার: কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান সাংসদ জাফর আলম দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিক্ষোভ হয়েছে চকরিয়ায়। বিক্ষোভ মিছিলে ‘চকরিয়া-পেকুয়ার মাটি শেখ হাসিনার ঘাটি, জাফর ভাইয়ের ঘাটি’, ‘জাফর ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ নানা শ্লোগানে মুখরিত হয়ে উঠে পৌরশহরের চিরিঙ্গা।
মনোনয়ন না পাওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার এই কর্মসূচি থেকে বর্তমান সংসদ সদস্য জাফর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। দলীয় মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য জাফর আলমের সহধর্মিনী শাহেদা জাফর বলেন – বিগত ২৫ বছর ধরে চকরিয়া-পেকুয়ার রাজপথে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে, জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। আজ এই আসনে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যার পক্ষে কোন জনগণ নেই। বিএনপির প্রার্থীর কাছে তিনবার পরাজিত হয়ে ঘরে ঢুকে গিয়েছিলেন সেই প্রার্থী। ইনশাআল্লাহ আগামী ৭ জানুয়ারির নির্বাচনেও খেলা হবে। সেই খেলায় চকরিয়া-পেকুয়ার জনগণ বর্তমান এমপি জাফর আলমকে বিপুল ভোট দিয়ে আবার নির্বাচিত করে সংসদে পাঠাবেন। আর জনবিচ্ছিন্ন সালাহউদ্দিন আবারও ঘরে ঢুকে যাবে।
বিক্ষোভে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাফর আলমের পুত্র তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেনসহ আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূলের নেতা-কর্মীরা।
আসন্ন সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপিকে।