Home First Lead কক্সবাজারে বিচ ক্লিনিং কর্মসূচি আরএফএল’র

কক্সবাজারে বিচ ক্লিনিং কর্মসূচি আরএফএল’র

বিচ ক্লিনিং কর্মসূচি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কক্সবাজার: দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল কক্সবাজার সৈকতে পালন করলো ‘বিচ ক্লিনিং ‘ কর্মসূচি।  তাদের গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড ‘টেল প্লাস্টিকস’ পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মসূুচি।

এতে অংশগ্রহণকারীরা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত সৈকতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেন।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে।

ঢাকা রাউন্ড টেবিল ও কক্সবাজার টুরিস্ট পুলিশের সহযোগিতায় এ আয়োজনে আরএফএল গ্রুপের প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ হিসেবে আরএফএলের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বছরজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করি। এরই অংশ হিসেবে এবার আমরা আমাদের গর্ব বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে টেল প্লাস্টিকসের সৌজন্যে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি হাতে নিয়েছি।

তিনি আরও বলেন, এ কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে কেউ যাতে সমুদ্র সৈকতে ময়লা আবর্জনা না ফেলে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা।

অনুষ্ঠানে টেল প্লাস্টিকসের নির্বাহী পরিচালক কামরুল হাসান ও হেড অব মার্কেটিং ফাহিম হোসেনসহ আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।