Home সারাদেশ তিনি কখনও ওসি, কখনও এসআই, কখনও জনপ্রতিনিধি

তিনি কখনও ওসি, কখনও এসআই, কখনও জনপ্রতিনিধি

আটক আতানুর


কুড়িগ্রাম থেকে নয়ন দাস: মোবাইল ফোনে কখনও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, কখনও থানার ওসি, কখনও মামলার তদন্তকারী কর্মকর্তা আবার কখনো জনপ্রতিনিধি পরিচয়ে পুলিশের উপর প্রভাব খাটানো এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে আতানুর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 
বৃস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের বিষ্ণুপুর মন্ডলের বাজার থেকে তাকে আটক করে কচকাটা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলে পর্ণগ্রাফীর অস্তিত্বও মিলেছে। প্রতারক আতানুর রহমান চর বিষ্ণুপুর গ্রামের আমির আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, আতানুর দীর্ঘদিন থেকে পুলিশের কর্মকর্তা সেজে দেশের বিভিন্ন থানার অফিসারদের ফোন দিয়ে বিভ্রান্ত করে প্রভাব খাটাতো। কখনো এসআই সেজে ফোনে ভয়ভীতি দেখিয়ে জনসাধারণের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। কখনো জনপ্রতিনিধি সেজে পুলিশের উপর প্রভাব খাটানোর চেষ্টা করতো।
পুলিশ আরোও জানান, আতানুর গত ডিসেম্বর মাসে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলমকে মোবাইলে উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করে। সে সময় দুটি ফোন নম্বর ব্যবহার করা হয়েছিল। পরে ওই দুটি নম্বরের বিপরিতে একটি জিডি করেন ওসি। আটক আতানুরের কাছে পাওয়া তিনটি সিমের মধ্যে একটির নম্বরের সাথে জিডি করা মোবাইল নম্বরের মিল পাওয়া গেছে।
এছাড়া আতানুর কচাকাটা থানার এক এসআইয়ের পরিচয়ে ফোনে কচাকাটা বাজারের এক ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে ৫হাজার টাকা এবং একটি জিডির তদন্তকারী কর্মকর্তা সেজে ব্রাহ্মণবাড়িয়ার একজনের কাছ থেকে ২হাজার টাকা হাতিয়ে নেয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, আতানুরের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের কল রেকর্ড থেকে জানা যায়, সে দেশের বিভিন্ন থানায় ফোন দিয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা পরিচয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেছে এবং জনসাধারণকেও প্রতারণার প্রমাণ মিলেছে। তাছাড়া গত ডিসেম্বর মাসে দুটি নম্বর আমাকে ফোন দিয়ে চেয়াম্যান পরিচয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেছে। 
তিনি আরেও জানান, আতানুরের বিরুদ্ধে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে এবং একটি মোবাইল ফোনে পর্ণগ্রাফী রাখার অপরাধসহ দুটি মামলা দায়ের করা হয়েছে।