বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য আহূত দরপত্রের কারিগরি মূল্যায়ণে বাদ পড়েছিল সাইফপাওয়ারটেক লিমিটেড। আর এবার আর্থিক দরপত্রে ছিটকে পড়লো এম এইচ চৌধুরী লিমিটেড।
বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং-এ কেবল সেই ৬ জনই ঘুরেফিরে। প্রতিবার যখন দরপত্র প্রণয়ন প্রক্রিয়া শুরু হয় তখন থেকে তারা তৎপর থাকে। এমনভাবে দরপত্র শর্তাবলী তৈরি হয় যেন তারা ছাড়া আর কারও অংশগ্রহণ সম্ভব না হয়।
পরবর্তী ৫ বছরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য দরপত্র জমা দেয়ার শেষদিনে গত ৮ ফেব্রুয়ারি বিদ্যমান ৬ জন এবং বন্দরের টার্মিনাল অপারেটর সাইফপাওয়ারটেক টেন্ডার দেয়। সেই ৬ জনের প্রতিষ্ঠান দু’টি করে দরপত্র সংগ্রহ করে। শর্ত অনুসারে একটি প্রতিষ্ঠানের দু’টি বার্থে দরপত্র দেয়ার সুযোগ রয়েছে। সে অনুসারে প্রত্যেকে দু’টি করে টেন্ডার জমা দিলেও ৬ বার্থে ৬ প্রতিষ্ঠানই সর্বনিম্ন দরদাতা। সাইফপাওয়ারটেকও দু’টি বার্থে দরপত্র জমা দেয়।
সাইফপাওয়ারটেক লিমিটেড দরপত্র পেশ করলে তাদের পিলে চমকে উঠে। বৈঠকের পর বৈঠক করেছে সাইফপাওয়ারটেকের সাথে। সাইফপাওয়ারটেকের আগ্রাবাদ অফিস এমন কি রাজধানীর বাসায় পর্যন্ত সেসব বৈঠক হয়েছে। এসব প্রেক্ষিতে কিছু শর্তে রাজি হয় সরে যেতে। তা-ই হয়েছে।
কারিগরী মূল্যায়ন কমিটিতে সাইফ পাওয়ারটেক সক্ষমতা নেই বলে বাদ পড়ে। দরপত্রের শর্তানুযায়ী সিকিউরিটি মানির ৪ কোটি টাকা প্রদানের বিষয়ে স্পেসিফিক করা হয়নি মর্মে তাদের দরপত্র বাতিল করা হয়।
রবিবার ( ২৩ মে ) বাকি ৬টি প্রতিষ্ঠানের আর্থিক দরপত্র খোলা হলে তাতে দেখা যায়, একটি প্রতিষ্ঠানের দরপত্রে অত্যাবশ্যকীয় ফরম পাওয়া যায়নি। প্রপোজাল সাব মিশন ফরমটি (পিএসএন-১) সরকারের সরকারি ক্রয় নীতিমালা (পিপিআর) এবং বন্দরের দরপত্রের শর্তানুযায়ী ম্যান্ডেটারি হিসেবে উল্লেখ করা হয়েছে। এমএইচ চৌধুরী লিমিটেড নামক উক্ত প্রতিষ্ঠানের আর্থিক দরপত্রে পিএসএন-১ ফরম না থাকায় সেটি আর্থিক দরপত্রের মূল্যায়নে অযোগ্য হিসেবে বিবেচিত হবে বলে দরপত্র মূল্যায়ন কমিটির একাধিক সদস্য জানান। পিপিআর-এর নির্দেশনা এবং দরপত্র দলিলের শর্তানুযায়ী এমএইচ চৌধুরী লিমিটেড কমিটি কর্তৃক সক্ষম প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতে পারে না বলে উল্লেখ করেন তারা।
নির্ভরযোগ্যসূত্র জানায়, দরপত্র কমিটি ২/১ দিনের মধ্যে আর্থিক মূল্যায়ন রিপোর্ট প্রদান করবেন। ৬ প্রতিষ্ঠানের একটি আর্থিক মূল্যায়ন কমিটি কর্তৃক অযোগ্য হলে সেক্ষেত্রে ৬বার্থে কন্টেইনার হ্যান্ডলিং ৫টি বার্থ অপারেটর কর্তৃক সম্পন্ন হবে। এক্ষেত্রে দরপত্র অনুযায়ী এভারেস্ট পোর্ট সার্ভিসেস নামক প্রতিষ্ঠান বন্দরের ১২নম্বর এবং ১৩নম্বর বার্থে কন্টেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাবে।