বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে আমদানি পণ্যের কন্টেইনারে ডেমারেজ আরোপ না করার সরকারি সার্কুলারের প্রেক্ষিতে সাড়া দিয়েছে মার্সক বাংলাদেশ লিমিটেড। অন্যান্য শিপিং কোম্পানিও এগিয়ে আসবে বলে আশা করছেন কনসাইনিরা।
ডিজি (শিপিং)র সার্কুলারে আমদানিপণ্যের কন্টেইনারে কোন ডেমারেজ আদায় করা যাবে না এবং আদায় করা ডেমারেজ ফেরত দেয়ার নির্দেশনা রয়েছে। সাধারণ ছুটির সময়ে কন্টেইনারে কোনরূপ ডেমারেজ ও ডিটেনশন চার্জ আরোপ না করার সুপারিশ করে অধিদপ্তর ২৯ এপ্রিল সার্কুলার জারি করে। তা বাস্তবায়ন অগ্রগতি নিয়ে ১১ মে যে সভা হয় তার সিদ্ধান্ত অনুসারে পরবর্তিতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে হয়েছে পর্যালোচনা ও সমন্বয় সভা।
আমদানিকারকরা নানাভাবে অনুরোধ-আবেদন করেন ডেমারেজ/ডিটেনশন চার্জ মওকুফের জন্য। বাংলাদেশ কন্টেইনার শিপিং এসোসিয়েশন এবং বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ডেমারেজ/ডিটেনশন চার্জ মওকুফের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কিছু করা আওতার বাইরে এবং সেটা সম্পূর্ণ তাদের প্রিন্সিপালের এখতিয়ারে বলে অজুহাত দেখিয়ে তা এড়িয়ে যায়। এ অবস্থার মধ্যে জারি হয় সরকারি সার্কুলারটি। তারপরও তারা অটল থাকে সিদ্ধান্তে। পর্যালোচনা সভায়ও সেটা পুনর্ব্যক্ত করেন তারা।
সরকারি সার্কুলার এবং আমদানিকারকদের অনুরোধে সাড়া দিয়ে প্রথম এগিয়ে এল মার্সক বাংলাদেশ লিমিটেড। ৫০ ভাগ চার্জ মওকুফের ঘোষণা দিয়েছে তারা। ২২ মে এক পত্রে তাদের কাস্টমারদের জানিয়েছে ২৬ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সময়ে কন্টেইনার ডিটেনশন চার্জ ৫০ ভাগ মওকুফ করা হয়েছে। ইতিমধ্যে যারা শতভাগ চার্জ পরিশোধ করে পণ্য খালাস নিয়েছে তাদের বাড়তি চার্জ সমন্বয় করা হবে বা ফেরত দেয়া হবে। কনসাইনিদের সাথে তাদের যে দ্বিপাক্ষিক চুক্তি সেখানে বিষয়টি সংশোধন করা হবে বলে উল্লেখ করেছে মার্সক লাইন
আমদানিকারকরা আশা করছেন যে অন্যান্য শিপিং লাইনও সাড়া দেবে এবং শতভাগ চার্জ মওকুফ করবে।
করোনা ভাইরাস পরিস্থিতিতে ব্যবসায়ী-শিল্পপতিদের দুরবস্থা বিবেচনায় নিয়ে বন্দর কর্তৃপক্ষ ৩ দফায় শতভাগ স্টোররেন্ট মওকুফ করে কন্টেইনারের ওপর। এখাতে প্রায় ২০০ কোটি টাকা ছাড় দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এরপর চতুর্থ দফায় আজ ৩০ মে পর্যন্ত সময়ের জন্য ৫০ শতাংশ মওকুফ করেছে।
রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন-বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম জানান যে শিপিং কোম্পানির ডেমারেজ চার্জ তাদেরকে ভয়াবহ সংকটে ফেলেছে । সাধারণ ছুটির সময়ে প্রতিটি কন্টেইনারে বিপুল ডেমারেজ চার্জ এসেছে । দুর্বিপাকজনিত কারণে এত বড় অংকের ডেমারেজ কোন ব্যবসায়ী-শিল্পপতির হিসাবে নেই। লকডাউন পরিস্থিতি বিবেচনায় বন্দর কর্তৃপক্ষ তাদের স্টোররেন্ট মওকুফ করে দিয়েছে। আমাদের প্রতিবেশি ভারতেও বিভিন্ন শিপিং লাইন কন্টেইনার ডেমারেজ চার্জ মওকুফ করেছে।
চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল জানান, সরকারি নির্দেশনায় সাড়া দিয়ে ডেমারেজ মওকুফে মার্সক লাইনের এগিয়ে আসা প্রশংসনীয়। তবে মার্সকসহ অন্যান্য শিপিং কোম্পানি শতভাগ মওকুফ সুবিধা দিতে অবিলম্বে এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জাহাজ থেকে কন্টেইনার নামার পর ৭ দিন থেকে ১৪ দিন পর্যন্ত ফ্রি টাইম থাকে। অর্থাৎ এ সময়ের মধ্যে ডেলিভারি নেয়া হলে কোন চার্জ থাকে না। মাল খালাস করে শিপিং লাইনকে কন্টেইনার বুঝিয়ে দেয়া পর্যন্ত ডেমারেজ চার্জ। শিপিং লাইনগুলো তাদের নিজস্ব সুবিধা অনুসারে তা নির্ধারণ করে। সাধারণত ফ্রি টাইম অতিক্রান্ত হওয়ার পর দৈনিক ৬ ডলার থেকে শুরু । ডেলিভারি নিতে বিলম্বে নির্দিষ্ট সময়সীমার পর ভিন্ন ভিন্ন হারে বৃদ্ধি করা হয় তা।