বিজনেসটুডে২৪ ডেস্ক: বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার রেশ কাটতে না কাটতেই এবার কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মা সহ চার জনকে প্রাণনাশের হুমকির খবর এল।
পুলিশ সূত্রে খবর, পাকিস্তান থেকে ই-মেলে খুনের হুমকি দেওয়া হয়েছে। কপিলের পাশাপাশি অভিনেতা রাজপাল যাদব, কমেডিয়ান সুগন্ধা মিশ্র ও কোরিওগ্রাফার-পরিচালক রেমো ডি’সুজাও হুমকি পেয়েছেন । মুম্বইয়ের আম্বোলি থানার পুলিশ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ।
ডিসেম্বরের ১৪ তারিখ ঐ ইমেইল চারজনের কাছে পাঠানো হয়েছে পৃথক পৃথকভাবে। ই-মেলে বলা হয়েছে, ‘আমরা আপনার সাম্প্রতিক কার্যকলাপ ও গতিবিধির ওপর নজর রাখছি। নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই বিষয়টিকে কেউ হালকাভাবে নেবেন না। নইলে পরিণতি হবে ভয়াবহ, যা আপনার পেশাদার এবং ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করতে পারে।’ ৮ ঘণ্টার মধ্যে উত্তর না পেলে ‘অ্যাকশন’ নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে ই-মেলে। প্রেরক হিসেবে উল্লেখ রয়েছে বিষ্ণু নামটি।
অভিযোগের ভিত্তিতে আম্বোলি এবং ওশিওয়ারা থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ই-মেলের আইপি অ্যাড্রেস পাকিস্তানে। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।