চট্টগ্রাম: আজীবন বাসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড মাহফুজুল ইসলাম এর মৃত্যুতে বাসদ চট্টগ্রাম জেলা শাখার শোক ও শ্রদ্ধা নিবেদন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সদস্য কমরেড মাহফুজুল ইসলাম গতকাল ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিজ এলাকা মিরসরাই মলিয়াইস এলাকায় নিজ পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় ।

বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম এদেশের মানুষের মুক্তির লড়াই সংগ্রামের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জাসদ রাজনীতিতে সক্রিয় হন । ১৯৮০ সালে বাসদ প্রতিষ্ঠাকালীন সময়ে বাসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন । কমরেড মাহফুজ মার্ক্সবাদী আদর্শ ও বিপ্লবী রাজনীতিতে অবিচল ছিলেন । শারিরীক অসুস্থতা থাকা সত্ত্বেও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় লড়াইয়ের স্বপ্ন দেখতেন । আজীবন বাসদ রাজনীতির সাথে যুক্ত থেকে কমরেড মাহফুজুল ইসলাম বামপন্থা রাজনীতি ও নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামে আস্থাশীল ছিলেন ।
-সংবাদ বিজ্ঞপ্তি