Home First Lead করপোরেট কর ২৫ শতাংশে নামানোর প্রস্তাব এফবিসিসিআই’র

করপোরেট কর ২৫ শতাংশে নামানোর প্রস্তাব এফবিসিসিআই’র

 

আরও সুপারিশ:

  • ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা করা
  • অগ্রিম আয়করের হার কমানো
  • শিল্পের কাঁচামাল থেকে অগ্রিম কর তুলে নেয়া
  • রেয়াতযোগ্য মূল্য সংযোজন করের হার ১০ শতাংশে নামানো 

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা:  আগামী তিন বছরে করপোরেট কর ২৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ।

আসন্ন বাজেট উপলক্ষে এই প্রস্তাব দিয়ে এফবিসিসিআই বলেছে:করপোরেট কর কমানো হলে তা বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোম্পানির করপোরেট করহার ৩৫ শতাংশ।  কোনো কোম্পানি ১০০ টাকা মুনাফা করলে তাকে ৩৫ টাকা সরকারের কোষাগারে জমা দিতে হয়। তবে, যদি পুঁজিবাজারের নিবন্ধিত হয়, সে ক্ষেত্রে করহার ২৫ শতাংশ। কয়েকটি ক্ষেত্রে তা  ৪০-৪৫ শতাংশ। বিশ্লেষকেরা বিভিন্ন সময় করপোরেট কর কমানোর তাগিদ দিয়েছেন। সরকারও কয়েকবার বাজেটের আগে করপোরেট কর কমানোর ইঙ্গিত দিয়ে পরে সেখান থেকে সরে এসেছে।

রাজস্ব বোর্ডে পাঠানো এফবিসিসিআিইর রাজস্ব প্রস্তাবনায় ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানো, অগ্রিম আয়করের হার কমানো, শিল্পের কাঁচামাল থেকে অগ্রিম কর তুলে নেয়া, রেয়াতযোগ্য মূল্য সংযোজন করের হার ১০ শতাংশে নামানো এবং আমদানি শুল্ক নিয়ে বেশকিছু সুপারিশ কর হয়।

করপোরেট কর আগামী তিন বছরে ২৫ শতাংশে নামানোর প্রস্তাব দেয়া হয়। বিস্তারিত প্রস্তাবে এ বছর করপোরেট কর ৫ শতাংশ কমানোর অনুরোধ করা হয়। অগ্রিম আয়করের বিষয়ে এফবিসিসিআই তা ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব দিয়েছে। শিল্পের কাঁচামালের ওপর থেকে অগ্রিম কর (এটি) পুরোপুরি তুলে নেওয়ার পক্ষে এফবিসিসিআই।

করোনার মহামারিতে জীবনযাত্রার মানের অবনতিতে এফবিসিসিআই ব্যক্তিশ্রেণির আয়কর দাতার ক্ষেত্রে করমুক্ত আয়সীমা আড়াই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে।

এফবিসিসিআই মনে করে, তিন কোটি টাকা পর্যন্ত লেনদেনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ৪ থেকে কমিয়ে ২ শতাংশ করা দরকার।