বিজনেসটুডে২৪ ডেস্ক: সম্প্রতি এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে বলিউডের প্রাক্তন জুটি শাহিদ ও করিনাকে। পাশাপাশি দাঁড়িয়ে কথাও বলেছেন তাঁরা। এতবছর পর দুজনকে একসঙ্গে দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অনুরাগীরা।
এর আগে বহুবার অনুষ্ঠানে শাহিদ ও করিনা মুখোমুখি হয়েছেন। কিন্তু প্রতিবারই একে অপরকে এড়িয়ে গিয়েছেন তাঁরা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও করিনা এড়িয়ে গিয়েছিলেন শাহিদকে। কিন্তু সম্প্রতি জয়পুরে এক অনুষ্ঠানে দেখা হয় দুজনের। সৌজন্যের খাতিরে একে অপরকে আলিঙ্গনও করেন তাঁরা। বেশ কিছুক্ষণ কথাও বলেছেন দুজনে। তবে তাঁরা কী নিয়ে কথা বলছিলেন তা এখনও স্পষ্ট নয়। কিন্তু এটা স্পষ্ট যে দুজনের মধ্যে তিক্ততা এখন অতীত।
সেই মুহূর্তের বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শাহিদ-করিনা ছাড়াও মঞ্চে সেসময় করণ জোহর, কার্তিক আরিয়ান, কৃতী শ্যানন, মাধুরী দীক্ষিতও উপস্থিত ছিলেন।
একসময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিল শাহিদ কাপুর এবং করিনা কাপুর খান । তাঁদের প্রেমের সম্পর্ক নিয়েও যথেষ্ট চর্চা ছিল। কিন্তু আচমকাই ভেঙে যায় সেই সম্পর্ক। বিচ্ছেদের পর দুজনের মধ্যে বন্ধুত্ব পর্যন্ত ছিল না। মাঝে অনেকগুলি বছর কেটে গিয়েছে। দুজনেই এখন নিজের নিজের দাম্পত্য জীবনে সুখী।
‘চুপ চুপ কে’, ‘জব উই মেট’-এর মতো ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল শাহিদ ও করিনাকে। পর্দার প্রেম বাস্তবে গড়ালেও শেষ পর্যন্ত ভেঙে যায় তাঁদের সম্পর্ক। যদিও পরবর্তীতে সইফ আলি খানকে ভালোবেসেই বিয়ে করেন করিনা। তাঁদের দুই পুত্র সন্তান রয়েছে। অন্যদিকে, শাহিদও মীরা রাজপুতকে বিয়ে করেন এবং তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
Shahid is trying everything not to look at Kareena’s eyes when she is looking at him. Kareena is trying to make him at ease & failing. Eventhough they know each other, this is probably only time you’ll see these two otherwise super confident people to be nervous & clueless. pic.twitter.com/S1lER4MqTp
— Raymond. (@rayfilm) March 8, 2025