বিজনেসটুডে২৪ ডেস্ক
আজ বৃহস্পতিবার ১২ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত কুয়েতে সরকারি ছুটি।
বুধবার রাতে কুয়েত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে করোনা ভাইরাস রোধে।
১২ থেকে ২৬ মার্চ করোনা ভাইরাসকে কেন্দ্র করে সরকারী ছুটির সিদ্ধান্ত নিয়েছে কুয়েত মন্ত্রিসভা। জনসমাগমও বন্ধ থাকবে এ সময়ে।
রেস্টুরেন্ট, ক্যাফে, হল, বিপণন কেন্দ্র, বেসরকারি স্বাস্থ্য ইনস্টিটিউটও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
ব্যাংকসমূহ ২৯ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। তবে, লেনদেনের সুবিধার জন্য এটিএম বুথসমূহ যথারীতি চালু থাকবে।
যেসব দেশের সাথে কুয়েত বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে তা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।