বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। গেল ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৬৫ জনের শরীরে। এই সময়ে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার (১৭মার্চ ) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জনের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৬০৮ জনের।
গেল বছরের ১৫ ডিসেম্বর এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়। সেদিন রোগী শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৭৭ জন। যা গত ৯২ দিনের মধ্যে সবচেয়ে বেশি। আর সবশেষ ২ হাজার ছাড়ানো শনাক্ত ছিল গত বছরের ৯ ডিসেম্বর। সেদিন শনাক্তসংখ্যা ছিল ২ হাজার ১৫৯।
গেল এক সপ্তাহে দেশে ১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়ে আসছে। মঙ্গলবার ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭১৯ জনের দেহে। সোমবার ১ হাজার ৭৩, রোববার ১ হাজার ১৫৯ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। এর আগে শনিবার করোনাভাইরাস শনাক্ত হয় ১ হাজার ১৪ জনের দেহে।
গেল শুক্রবার করোনা শনাক্ত হয় ১ হাজার ১৬৩ জনের দেহে। বৃহস্পতিবার শনাক্ত ছিলেন ১ হাজার ৫১ জন। তারও আগে বুধবার ভাইরাসটি শনাক্ত হয় ১ হাজার ১৮ জনের দেহে।
২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবে ২৪ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৬৮।
এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫১০ জন। এ নিয়ে সুস্থ হলেন ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন। সুস্থতার হার ৯১ দশমিক ৬৯ শতাংশ। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ১১ জনের মধ্যে আট পুরুষ ও তিন নারী আছেন। বয়স বিবেচনায় তাদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব তিন ও ষাটোর্ধ্ব আটজন।