Home First Lead করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ

করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা:

করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে  উদ্বেগ-উৎকন্ঠা বিশ্বজুড়ে। এ ব্যাপারে সতর্ক সরকার।

 শাহজালাল ও শাহ আমানতে সতর্কতা জারি করা হয়েছে। যাত্রীদের থার্মাল স্ক্যানিং করা হচ্ছে। বিশেষত চীন, জাপান, থাইল্যান্ড, হংকং এবং দক্ষিণ কোরিয়া থেকে যে যাত্রীরা বিমানে আসছেন তাদের স্ক্যানিং করা হচ্ছে৷

শাহজালালে চীন থেকে আসা ফ্লাইটগুলোকেই সবচেয়ে বেশি নজরদারীতে রাখা হয়েছে। প্রতিদিন তিনটি ফ্লাইট আসে চীন থেকে ৷

শাহজালালে সাধারণ যাত্রীদের জন্য দুইটি থার্মাল স্ক্যানার আছে ৷ সব যাত্রীকেই এই স্ক্যানারের মধ্য দিয়ে যেতে হয়৷

নতুন এই ভাইরাসটি চীনের উহান প্রদেশে ব্যাপকভাবে ছড়িয়েছে ৷ ওই এলাকায় এ পর্যন্ত দুই শতাধিক মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন; মারা গেছেন তিনজন৷

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকশাস ডিজিজ অ্যানালাইসিস-এর তথ্যানুযায়ী, এখন পর্যন্ত চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড এবং আমেরিকা-সহ অন্যান্য দেশ মিলিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৭০০।

চীন ছাড়া অন্য কোনো দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর এখনো পাওয়া যায়নি ৷ তবে থাইল্যান্ড ও জাপানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে বলে জানান ডা. এস এম আলমগীর৷

করোনা ভাইরাস নিয়ে সুইজারল্যান্ডের জেনিভায় বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এই ভাইরাসের জন্য স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

বিশেষেজ্ঞদের মতে, করোনা ভাইরাস প্রাথমিক ভাবে সর্দি কাশি থেকে চিহ্নিত করা যেতে পারে। সর্দি-কাশির সঙ্গে থাকে প্রবল জ্বর ও শ্বাস কষ্ট। আর এই জ্বর শ্বাস কষ্টই একসময় বাড়তে বাড়তে প্রানঘাতী হয়ে ওঠে। এই ভাইরাস নাক, সাইনাস অথবা গলার উপরিভাগে সংক্রমণ ঘটায়। ভাইরাসটির লক্ষ্য মূলত ফুসফুস।

মূলত গবাদি পশু থেকেই ছড়ায় করোনা ভাইরাস। তাই পশু-পাখি ও গবাদি পশুর সংস্পর্শে থাকা মানুষদের মধ্যে করোনা ভাইরাসের প্রভাব বেশি পড়তে পারে। পশুর লোম, মল থেকেই এই ভাইরাস সংক্রমণের প্রবণতা বেশি। একদিকে যেমন পশুর দেহ থেকে এই ভাইরাস মানুষের দেহে আসতে পারে একই ভাবে মানুষের দেহ থেকেও পশুর দেহে যেতে পারে এই ভাইরাস।