Home First Lead করোনা ভাইরাসের বুস্টার ডোজ কারা পাবেন

করোনা ভাইরাসের বুস্টার ডোজ কারা পাবেন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনা ভাইরাসের বুস্টার ডোজ শুরু হচ্ছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে দেয়া শুরু হবে।

শুরুতে কেবল ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইনারদের দেয়া হবে। রাজধানীর শেরেবাংলা নগরে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়ে বলেন, বিভিন্ন দেশ বয়স্কদের বুস্টার ডোজ দিচ্ছে। আমরাও বয়স্কদের বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে কাজ চলছে। আশা করি অল্প দিনের মধ্যে এই কাজ শুরু হয়ে যাবে।
স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবুল বাশার
 মো. খুরশিদ আলম বক্তব্য দেন। এ সময় শারফুদ্দিন আহমেদ বলেন, ২০০০ সালে দেশে প্রায় ৩০ শতাংশ মানুষ রাতকানা ছিল। নিয়মিত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে মাত্র ২০ বছরের মধ্যে তা এক শতাংশের নিচে নেমে এসেছে।
১৪ই ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলা অভিযানে শিশুদের ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।