বিজনেসটুডে২৪ ডেস্ক:
সারাবিশ্বে প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে করোনায়, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থায় একদল মার্কিন গবেষক দ্রুততম উপায়ে করোনা শনাক্তের নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। তারা সন্ধান পেয়েছেন এমন এক বায়োসেন্সরের, যা একই সঙ্গে করোনা ভাইরাস সৃষ্টিকারী প্রোটিন শনাক্তের পাশাপাশি এর বিরুদ্ধে অ্যান্টিবডিও তৈরিতে সক্ষম। এই পদ্ধতিতে করোনা পরীক্ষায় শতভাগ ফলাফল পাওয়া যাবে বলে তারা মনে করেন।
দ্রুত ও সঠিক পদ্ধতিতে কোভিড ১৯ শনাক্তের বিকল্প নেই। সম্প্রতি সেদিক থেকে আরো এক ধাপ এগিয়ে গেল বিশ্ব।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞ এমন এক বায়োসেন্সর উদ্ভাবন করেছেন যা ড্রপলেট বা রক্তে ভাইরাসটির সঙ্গে যুক্ত হয়ে তা শনাক্ত করতে সক্ষম। এটি নির্দিষ্ট ভাইরাস বা অ্যান্টিবডি ছাড়া রক্তের অন্য কিছুর সংস্পর্শে সক্রিয় হয় না। তাই এ পদ্ধতি ব্যবহারে সবচেয়ে দ্রুত শতভাগ সঠিক ফলাফলের নিশ্চয়তা রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। তারা আশা করছেন, এর ফলে বিশ্বব্যাপী ব্যাপক হারে কোভিড-১৯ এর অস্তিত্ব নির্ণয় করা সম্ভব।
বর্তমানে করোনা শনাক্তে বহুল প্রচলিত পদ্ধতি হলো আর.টি-পি.সি.আর। এছাড়াও অ্যান্টিবডি ও অ্যান্টিজেনের মাধ্যমেও এটি শনাক্ত করা সম্ভব। তবে এক্ষেত্রে প্রোটিন সমৃদ্ধ বায়োসেন্সরের ব্যবহার সবচেয়ে কার্যকরী হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকরা।
এ পদ্ধতিতে কেউ অতীতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন কি না তাও জানা যাবে। বায়োসেন্সরের ব্যবহার ভবিষ্যতে আর.টি-পি.সি.আরসহ নানা জটিল প্রক্রিয়ার উপরও নির্ভরশীলতা কমিয়ে আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শুধু কোভিড-১৯ নয়, এই ধরনের বায়োসেন্সর ব্যবহার করে হেপাটাইটিস-বি ভাইরাস, স্তন ক্যান্সার, ব্লাড ক্যান্সারসহ আরো জটিল রোগ নির্ণয় সহজ হবে বলে মত বিশ্লেষকদের।