বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: ‘করোনা’ এই মুহূর্তে আতঙ্কের নাম । আর এই মারণ ভাইরাস নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। তিনি ‘জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই’ শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা।
নগরীর কাজির দেউড়ি বাজারের বুধবার ক্রেতা-বিক্রেতাদের হাতে জীবানু নাশক সাবান, হেক্সিসল এবং গ্লাভস তুলে দেন। সংগ্রহ করতে মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। করোনাভাইরাস সতর্কীকরণ ও গণপ্রচারণা কর্মসূচিতে খোরশেদ আলম সুজন বলেন, দ্রুত ছড়িয়ে পড়া এ ভাইরাসের প্রতিষেধক হিসেবে এখনো স্বীকৃত কোনো ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় এর প্রতিরোধও সম্ভব হচ্ছে না। আর সে কারণেই ছড়িয়ে পড়ছে আতঙ্ক। তাই এ ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতার কোন বিকল্প নাই।
তিনি বাজারের নোংরা আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত বাজার পরিস্কার রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি বিনীত আহবান জানান। বিশেষ করে মাছ এবং মাংসের বাজারের উচ্ছিষ্টগুলো খোলা জায়গায় স্তুপ করে রাখার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে যা স্বাস্থ্যের জন্য ভীষন ক্ষতিকর বলে উল্লেখ করেন । বাজারের সকল ক্রেতার জন্য জীবানুনাশক সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখার জন্য ব্যবসায়ী সমিতির প্রতি আহ্বান জানান তিনি।