বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১০৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৬৩।
এ সময়ে মারা গেছেন আরো ১৪ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ২৮৩।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, যারা দেশবাসীর পাশে বিভিন্নভাবে দাঁড়িয়েছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।
তিনি ধূমপান ত্যাগ করার পরামর্শ দেন এবং স্বাস্থের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান।
বুলেটিনে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলারও আহ্বান জানানো হয়।
২৪ ঘণ্টায় ৭৮৩৭ নমুনা সংগ্রহের বিপরীতে ৭৩৯২ নমুনা পরীক্ষা করা হয়েছে। ৪১টি ল্যাবে নমুনাগুলো পরীক্ষা করা হয়।