Home Third Lead করোনা সংক্রমণ চীনের চেয়ে বেশি দ. কোরিয়ায়

করোনা সংক্রমণ চীনের চেয়ে বেশি দ. কোরিয়ায়

বিজনেসটুডে২৪ ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস সংক্রমণ। সেখানে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে। মারণ অসুখটি এখন ৬৭ দেশে।

ইতালি এবং ইরানেও করোনাভাইরাসের থাবা তীব্র।

২৪ ঘণ্টায় চীনে আক্রান্ত হয়েছেন ৫৭৭ জন। আর দক্ষিণ কোরিয়ায় হয়েছেন ৫৮৬ জন। এ সময়ে ইতালিতে ৫৬৬ জন এবং ইরানে ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৩৭৩৬। মৃতের সংখ্যা ২১।

ইতালিতে ১৬৯৪ মোট আক্রান্ত ১৬৯৪ জন। মারা গেছে ৩৪ জন। তাদের ৫ জন মারা গেছে ২৪ ঘণ্টায়।

ইরানে মোট আক্রান্ত ৯৭৮ জন। নতুন করে ১১ জনের মৃত্যুর পর সেখানে প্রাণহানির সংখ্যা ৫৪। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চীনের বাইরে এখন পর্যন্ত ইরানেই মৃতের সংখ্যা এই সব থেকে বেশি। মারণ অসুখে আক্রান্ত হয়েছেন খোদ সে দেশের ভাইস প্রেসিডেন্ট মাসুমে এবতেকর!

চীনে আক্রান্তের সংখ্যা ৭৯,৮২৮। মৃত্যু হয়েছে ২৮৭০ জনের। তাদের ৩৫ জন মারা গেছে ২৪ ঘণ্টায়।

সব মিলিয়ে করোনাভাইরাসের আক্রমণে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,০০১। আক্রান্ত ৮৮,৩৩৮।