Home Third Lead করোনাভাইরাসে ব্রিটেনে ৪লাখ প্রাণহানির আশংকা

করোনাভাইরাসে ব্রিটেনে ৪লাখ প্রাণহানির আশংকা

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে ব্রিটেনে প্রায় ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে এবং কয়েক মিলিয়ন মানুষ আক্রান্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশটির বিশেষজ্ঞরা।

এই বিষয়ে ইমপেরিয়াল কলেজ লন্ডনের জনস্বাস্থ্য বিভাগের প্রফেসর নেইল ফারগুসন বলেন, আমরা যেটা জানিনা সেটা হলো সবাই যদি আক্রান্ত হয় তাহলে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কত মানুষ মারা যাবে। কি অনুপাতে মারা যাবে এবং এর ঝুঁকি কি? আমাদের করা হিসাব অনুযায়ী যারা আক্রান্ত হবেন তাদের মধ্যে ১ শতাংশ মারা যাবেন। আর ১ শতাংশ মারা গেলে এর সংখ্যা দাঁড়াবে প্রায় ৪ লাখ।আমি এমনটি বলতে পারি না যে এমটি হলে আমরা হিমশিম খাবো না।

অনলাইন ডেইলি মেইল এ খবর দিয়ে বলছে, গবেষণা ইঙ্গিত দিচ্ছে, বৃটেনের শতকরা ৬০ ভাগ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন।

প্রফেসর ফারগুসনের মতে, আমাদের এখনকার হিসাব বলছে,  কয়েক মাসের মধ্যে ব্রিটেনের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।  ফলে হাসপাতালগুলো হিমশিম খেতে পারে।  তখন নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে চিকিৎসার ক্ষেত্রে কাকে অগ্রাধিকার দেয়া হবে তা নির্ধারণ হয়ে পড়বে অনেক কঠিন।

শনিবার দিবাগত রাতে প্রফেসর ফারগুসনকে জিজ্ঞেস করা হয়েছিল, এতে কি ৪ লাখ মানুষ মারা যাবেন? তিনি জবাবে বলেন, জোর সম্ভাবনা আছে।

বিজনেসটুডে২৪ ডেস্ক