Home করোনা আপডেট করোনা প্রাণ নিলো আরও ৫২ জনের

করোনা প্রাণ নিলো আরও ৫২ জনের

ফাইল ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে আরও ৭ হাজার ৭৫ জনের শরীরে। এই সময়ে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৫২ জনের।

সোমবার(৫এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানাগেছে।

এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ছয় লাখ ৪৪ হাজার ৪৩৯ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ৩১৮ জনের।

২৪ ঘণ্টায় ২২৭টি ল্যাবে ৩০ হাজার ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.৪০ শতাংশ।

একদিনে ২ হাজার ৯৩২ জনসহ মোট সুস্থ দাঁড়িয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন। সুস্থতার হার ৮৬.১৯ শতাংশ।

গেল ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩৪ পুরুষ ও ১৮ নারী। একজন বাদে সবার মৃত্যু হয়েছে হাসপাতালে।

বয়স বিবেচনায় মৃত ৫৩ জনের মধ্যে একজন শিশু। বাকিদের মধ্যে ত্রিশোর্ধ্ব তিন, চল্লিশোর্ধ্ব ছয়, পঞ্চাশোর্ধ্ব ৯, ষাটোর্ধ্ব ৩২ জন।

দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর সংবাদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে করোনাভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করা হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনে ভাইরাসটির প্রাদুর্ভাবের কথা ঘোষণা করে।

পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর ২০২০ সালের ৪ জানুয়ারি থেকেই দেশের বিমানবন্দরসহ সব স্থল ও নৌবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং শুরু করে। ওই বছরের ৪ মার্চ সমন্বিত করোনা কন্ট্রোল রুম চালু করা হয়।