বিজনেসটুডে২৪ প্রতিনিধি,
ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেনীর সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন মারা গেছেন।
মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটে পুরান ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
করোনা আক্রান্ত হওয়ার শুরুতে ডা. মো. সাজ্জাদ হোসেন ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম লেমুয়া গ্রামের নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত ১৪ জুন ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তাকে রাজধানীতে রেফার করা হয়। অবস্থা আরও খারাপ হলে ১ জুলাই তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সেখানে সাতদিন চিকিৎসাধীন থেকে তিনি মৃত্যুবরণ করেন।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, ‘ডা. সাজ্জাদ হোসেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২৫তম ব্যাচের ছাত্র ছিলেন। আজগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’
ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, ডা. সাজ্জাদ হোসেনকে নিয়ে করোনায় ৬২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন চিকিৎসক।