Home আন্তর্জাতিক করোনার নতুন স্ট্রেনের একজন শনাক্ত যুক্তরাষ্ট্রে

করোনার নতুন স্ট্রেনের একজন শনাক্ত যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট: প্রথমবারের মত নতুন স্ট্রেনের করোনার একজনকে শনাক্ত করা হয়েছে যুক্তরাষ্টে । ২০ বছর বয়সী ওই ব্যক্তি কলোরোডার বাসিন্দা। তাকে এখন আইসোলোশনে রাখা হয়েছে।

করোনা আক্রান্ত ওই ব্যাক্তি সম্প্রতি কোথাও ভ্রমণ করেননি। ওই ব্যক্তির সাথে সংস্পর্শে আসছে এমন ব্যক্তিদের খুঁজতে তদন্ত চালাচ্ছে রাজ্য স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার এক বিবৃতিতে কলোরাডোর গভর্নর জারেড পলিস জানান, আক্রান্ত রোগী এলবার্ট কাউন্টিতে আইসোলেশনে আছেন। জনস্বাস্থ্য কর্মকর্তারা “পুরোপুরি তদন্ত” চালাচ্ছেন এবং এখনও পর্যন্ত যাদের সংস্পর্শে গেছে তাদের মধ্যে কোনও সংক্রমণ পাওয়া যায়নি।

করোনার এই নতুন রুপটি আরো শক্তিশালী ও বিপজ্জনক বলছে বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ কোটি ৯০ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ লাখ ৩৭ হাজার মানুষ। এরইমধ্যে যুক্তরাজ্য সহ অন্যান্য দেশেও পাওয়া গেছে করোনার নতুন সংক্রমণ।

-বিজনেসটুডে২৪ ডেস্ক