সাতক্ষীর থেকে সেলিম খান: কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের শেখ আজগর আলী ( ৫৫) নামের করোনায় আক্রান্ত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায় মৃত শেখ আজগর আলী করোনা আক্রান্ত ছিলেন। ১৩ দিন আগে তিনি আক্রান্ত হন। যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে।
আজগর আলীর পুত্র শেখ মামুন আসলাম সাংবাদিকদেরকে জানান, শুক্রবার রাত দুইটার দিকে আমার বাবা রাতের খাবার খেয়ে বাইরে যাওয়ার নামকরে বের হয় তারপর থেকে আমরা সারারাত খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাচ্ছিলাম না। ফজরের আজানের পরে কিছু মানুষ আমার বাবাকে আম গাছের সাথে ঝুলতে দেখে আমাদেরকে খবর দেয়। তারপরে কলারোয়া থানা পুলিশ এবং সেবা টিম এসে লাশ উদ্ধার করে।
কলারোয়া থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খাইরুল কবির সাংবাদিকদেরকে জানান, শনিবার সকাল ছয়টার দিকে আমরা একটি ফোনের মাধ্যমে জানতে পারি এবং চৌকিদার আমাদেরকে জানান এখানে একটি করোণা আক্রান্ত ব্যক্তি আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। উপ-পরিদর্শক রেজাউল ইসলামের নেতৃত্বে একটি ফোর্স এবং কলারোয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবার দাফন-কাফন টিমের ৪ জন সদস্য সহ সেখানে পাঠানো হয় এবং প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। মৃত শেখ আজগর আলী মৃত্যুর আগে একটি হাসপাতালে খামের উপরে চিরকুট লেখেন যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় সেটাও তার হাতের লেখা বলে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত এটা করোনায় আক্রান্ত হয়ে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে।