চট্টগ্রাম: “করোনা আক্রান্তদের জীবন সঞ্জীবনী অক্সিজেন” এই প্রতিপাদ্য নিয়ে জিপিএইচ ইস্পাত ২০ জুলাই বিকাল ৪ টায় সার্কিট হাউজে চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট ১০০০ (প্রথমে ৫০০, পরবর্তীতে পর্যায়ক্রমে আরো ৫০০) অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, উক্ত উদ্যোগের সমন্বয়ক জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (এফ এন্ড বিডি) কামরুল ইসলাম এফসিএ সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, জিপিএইচ ইস্পাত কর্তৃক ১০০০ অক্সিজেন সিলিন্ডার দেয়া একটি চ্যালাঞ্জিং বিষয়। এখান থেকে আজ ৫০০ সিলিন্ডার প্রত্যন্ত উপজেলা পর্যায়ের হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও ফিল্ড হাসপাতালকে বিতরণ করা হয় এবং পরবর্তীতে প্রাপ্ত খালি সিলিন্ডার জিপিএইচ ইস্পাত নিজস্ব ব্যবস্থাপনায় রিফিল করে পুনরায় পৌঁছে দেবে। আর বাকী ৫০০ সিলিন্ডার সিভিল সার্জনের সাথে কর্মসূচী ঠিক করে নির্ধারণ করা হবে। তিনি নীরবে নিভৃতে করোনা আক্রান্তদের মধ্যে ত্রাণ বিতরণ, স্কুল বাস প্রদান সহ চট্টগ্রাম তথা দেশ ও সমাজের ক্রান্তিলগ্নে জিপিএইচ ইস্পাতের ভূমিকার প্রশংসা করেন।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জিপিএইচ ইস্পাতকে মানবতার অগ্রসেনানী আখ্যায়িত করেন।
জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল জেলা প্রশাসককে ‘মানবতার ফেরিওয়ালা’ আখ্যায়িত চট্টগ্রামের কোন রোগীকে যাতে ঢাকায় যেতে না হয় তাঁর ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসককে আহ্বান জানান।
তিনি বলেন, “আমরা আশা করি, অক্সিজেন সরবরাহের এই উদ্যোগ আক্রান্ত মুমূর্ষু রোগীদের জীবন রক্ষায় সহায়তা করবে। আমাদের আধুনিক প্ল্যান্টে দেশের বৃহত্তম এয়ার সেপারেশন ইউনিট রয়েছে। এটি আগামী ১৫ দিনের মধ্যে পুরোদমে চালু হলে আমরা আরো অধিক হারে অক্সিজেন সহায়তা করতে সক্ষম হবো”।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্ব্য রাখতে গিয়ে জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (এফ এন্ড বিডি) কামরুল ইসলাম এফসিএ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবসা বাণিজ্য ও করোনা সংকট মোকাবেলার প্রশংসা করেন। এ আদর্শে জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান উদ্বুদ্ধ। তাঁর আদর্শ ও অনুপ্রেরণায় এই অক্সিজেন সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।
-সংবাদ বিজ্ঞপ্তি