Home আন্তর্জাতিক করোনায় আক্রান্ত সৌরভ হাসপাতালে

করোনায় আক্রান্ত সৌরভ হাসপাতালে

সৌরভ

 

বিজনেসটুডে২৪ ডেস্ক

করোনায় আক্রান্ত হলেন ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতে করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ এসেছে। উডল্যান্ডস হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে খবর। সৌরভের ভাইরাল লোড (সিটি ভ্যালু) ১৯.৫।   চিকিৎসকরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। স্ত্রী ডোনা এবং মেয়ে সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

সোমবার সকালে অসুস্থ বোধ করায় একটি টেলিভিশন শোয়ের শ্যুটিং বাতিল করতে হয়। সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় কোভিড টেস্ট করানো হয় মহারাজের। সেই রিপোর্ট পজিটিভ আসার পরে রাতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সৌরভ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকবেন নাকি বাড়িতেই আইসোলেশনে রাখা হবে, তা এখনও নিশ্চিত করে বলেননি ডাক্তাররা। তবে সৌরভের করোনা ধরা পড়লেও তাঁর পরিবারের সকলের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।

সাম্প্রতিক সময় মুম্বইতে গিয়েছিলেন সৌরভ। এর আগে কয়েকবার বিদেশ সফর করেছেন। কোথা থেকে সংক্রমণ ছড়াল তা এখনও স্পষ্ট নয়। তবে মহারাজের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। গত বছর কোভিড আক্রান্ত হয়েছিলেন সৌরভের দাদা স্নেহাশিস। জুন মাসের মাঝামাঝি সময়ে সৌরভের বৌদি তথা স্নেহাশিসের স্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সেই সময়ে সিএবি সচিবকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। বেহালার বাড়িতে এক সপ্তাহ অন্দরবাসে ছিলেন সৌরভও। কোভিড পরীক্ষাও করিয়ছিলেন, সেই রিপোর্ট নেগেটিভ এসেছিল।

কিছুদিন আগেই এক এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বলেছিলেন, বোর্ডের কাজের জন্য দেশ বিদেশ ঘুরতে হয়েছে। ফলে শেষ সাড়ে চার মাসে সবমিলিয়ে ২২ বার কোভিড পরীক্ষা করাতে হয়েছে। কিন্তু প্রতিবারই রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁর।

এই বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। গত ২ জানুয়ারি হৃদযন্ত্রে সমস্যার পরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বুকে প্রথমে একটি স্টেন্ট বসে। তারপর দিন পনেরো বাদে আরও দুটি স্টেন্ট বসেছিল। তারপর সাময়িক ঘরে থেকে বিশ্রাম নেওয়ার পরে নিত্য রুটিন অনুযায়ী ফের আগের ছন্দে ফিরে যান মহারাজ। পুরোদমে কাজও শুরু করে দেন। বোর্ডের কাজের পাশাপাশি টেলিভিশন ও বিজ্ঞাপন শোয়ের শ্যুটিংও করছিলেন। এর মাঝেই কোভিড ধরা পড়ল তাঁর।