বিজনেসটুডে২৪ ডেস্ক:
বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের পরিচালক আমানুল্লাহ মাসুদ হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ।
শনিবার (১৭ অক্টোবর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে করোনা চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চাকুরিতে যোগদানের আগে তিনি দৈনিক বাংলার বাণীসহ আরো কয়েকটি পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তার ‘দুখু মিয়া থেকে অগ্নিবীণার কবি’ গ্রন্থটি বিশেষ প্রসিদ্ধ।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ও সচিব কামরুন নাহার। তারা তার আত্মার শান্তিকামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজশাহীর বিনোদপুরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।