বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বেসরকারি জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জামাল এম এ নাসের করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার ভোরারাতে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি বিষয়টি নিশ্চিত করেন।
গত ১২ই জুন জামাল এম এ নাসের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা গেছেন। বয়স হয়েছিল ৬১ বছর।
তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।
২০১১ সালের জানুয়ারিতে দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে মূখ্য নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এবং ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটির ভিজিটিং ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেছেন জামাল এম এ নাসের। এ ছাড়াও ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটির বিভিন্ন কমিটিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন জামাল এম এ নাসের।
আর ১৯৯২ সালে লন্ডন ইউনিভার্সিটি বোর্ড (ইউকে) থেকে জিসিই (কম্পিউটিং) ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও দেশ এবং বিদেশের বিভিন্ন উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন জামাল এম এ নাসের।