ময়মনসিংহ থেকে তাপস কর জানান: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১জুলাই) সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ১৬ জনের মধ্যে ৮ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৮ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ২শ ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।
বিজনেসটুডে২৪ প্রতিনিধি জানান: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। তাদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর ৩ জন এবং পাবনার ৫ জন। এর আগের ২৪ ঘণ্টাতেও এখানে ১৩ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন।
হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন। শুক্রবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৩৩ জন।
এর মধ্যে ১৮৮ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৮ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন আছেন ৬৭ জন।
এদিকে, রাজশাহী সিভিল সার্জন অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার রাজশাহীতে ৪৮২ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ০২ ভাগ।
খুলনা থেকে বিজনেসটুডে২৪ প্রতিনিধি জানান: হাসপাতালগুলোতে করোনায় মৃত্যু কমেছে। ২৪ ঘন্টায় সরকারি-বেসরকারি পাঁচটি হাসপাতালের মধ্যে শুধুমাত্র খুলনা করোনা হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। বাকী চারটি হাসপাতালে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (৩১) সকাল ৮টা পর্যন্ত খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। এরআগের ২৪ ঘন্টায় খুলনায় আটজনের মৃত্যু হয়েছিল।
এদিকে নগরীর সরকারি ২টি হাসপাতালে আইসিইউ শয্যা খালি নেই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ২০০ শয্যার করোনা হাসপাতালের ২০ টি আইসিইউ শয্যা এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ১০ টি আইসিইউ শয্যার একটিও খালি নেই। ২ হাসপাতালের ৩০টি আইসিইউ শয্যায় রোগি ভর্তি রয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় চার মৃত্যু হয়েছে।
শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে কারো মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘন্টায় ২ জন রোগী ভর্তি হয়। আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন একজন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৪০জন, তার মধ্যে ১৬জন পুরুষ, আর ২৪ জন নারী। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৪ জন।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৯ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০জন। আইসিইউতে রয়েছেন তিনজন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১১ জন আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৯ জন।