Home চেম্বার কর্পোরেট করহার সাড়ে ২৭ শতাংশ করার প্রস্তাব এফবিসিসিআইর

কর্পোরেট করহার সাড়ে ২৭ শতাংশ করার প্রস্তাব এফবিসিসিআইর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা:এফবিসিসিআই মনে করে, প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য প্রতিবেশী দেশগুলোর করহারের সঙ্গে সংগতি রেখে করপোরেট করহার আড়াই শতাংশ কমিয়ে সাড়ে ২৭ শতাংশ করা উচিত। বর্তমানে করপোরেট করহার ৩০ শতাংশ, যা মুনাফার ওপর বছর শেষে কোম্পানিগুলো দেয়।

মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির যৌথ সভায় এ প্রস্তাব করেন এফবিসিসিআিই সভাপতি মো. জসিম উদ্দিন। সভায়  জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। একই সঙ্গে ন্যূনতম করের পরিমাণ পুনর্বিন্যাস করারও প্রস্তাব করেছে সংগঠনটি।

বর্তমানে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা বাদ দিয়ে ব্যক্তিশ্রেণির বার্ষিক করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা।

২০২২-২৩ অর্থবছরের বাজেট সামনে রেখে  আয়কর, ভ্যাট ও আমদানি শুল্কে কয়েক দফা সুপারিশের কথা উল্লেখ করে আগামী বাজেটে তা প্রতিফলনের জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করেন এফবিসিসিআই সভাপতি।

বর্তমানে কাঁচামাল আমদানিতে ৩ শতাংশ আগাম কর দিতে হয়। এফবিসিসিআই মনে করে, এই করের ফলে শিল্পোৎপাদন খরচ বাড়ে। এটি প্রত্যাহার করা উচিত।

বর্তমানে লেনদেন কিংবা বিক্রির ওপর কর আরোপ করা হয়। এফবিসিসিআই বলেছে, শুধু করযোগ্য আয়ের ওপর করারোপ করতে হবে। অন্য কোনো বিষয়ের ওপর নয়। বেতন, ফি, সুদ ও লভ্যাংশ ছাড়া অন্য কোনো লেনদেনের ওপর অগ্রিম আয়কর রহিত করার প্রস্তাব করেছে এফবিসিসিআই।

লভ্যাংশের ওপর উচ্চ হারে কর থাকায় কোম্পানিগুলো লভ্যাংশ দিতে নিরুৎসাহিত হয়। কোনো ক্ষেত্রে তা বিনিয়োগকেও নিরৎসাহিত করে। এ কারণে লভ্যাংশের ওপর করহার ২০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়। একবার অডিট করলে সেই ফাইল পরবর্তী তিন বছর অডিট না করার প্রস্তাব করেছে সংগঠনটি।

এ ছাড়া মূল্য সংযোজন কর বা ভ্যাট আহরণ বৃদ্ধির জন্য বেশ কিছু সুপারিশ করেছে এফবিসিসিআই। বর্তমানে ১১টি খাত থেকে মোট ভ্যাটের ৮৫ শতাংশ আসে। এগুলো হলো : সিগারেট, টেলিফোন, মোবাইল ফোন, গ্যাস, ব্যাংক, ওষুধ, বিদ্যুৎ, পেট্রোলিয়াম, সিমেন্ট, সিরামিক, টাইলস এবং বেভারেজ। এসব পণ্যকে বিশেষ ব্যবস্থায় এনে তদারকি জোরদার করার কথা বলেছে এফবিসিসিআই। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান থেকে ভ্যাটের বোঝা কমাতে হবে। আমদানিকৃত কাঁচামাল, মধ্যবর্তী কাঁচামালসহ যাবতীয় শিল্প উপকরণের ওপর অগ্রিম আয়কর ও আগাম কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়। আমদানি-রপ্তানির আড়ালে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি রোধে কাস্টমস পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব এসেছে সংগঠনটির পক্ষ থেকে।

রমজানে ভোক্তা যাতে সাশ্রয়ী দামে পণ্য কিনে খেতে পারেন, সে জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের তদারকির ব্যবস্থা আরও জোরদারের সুপারিশ করেছে এফবিসিসিআই। জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার জন্য গবেষণা ও উন্নয়ন খাতে বাজেটে আরও বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়। এ ছাড়া নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয়।