Home পণ্যবাজার ট্রাকে ট্রাকে কাঁচামরিচ আসছে, বাজার নিম্নমুখী

ট্রাকে ট্রাকে কাঁচামরিচ আসছে, বাজার নিম্নমুখী

আমদানি করা কাঁচামরিচ ভর্তি ট্রাক। ছবি সংগৃহীত

বন্দর এলাকায় পাইকারি বাজারে কাঁচা মরিচের কেজি ছিল ৪০০ টাকা। আমদানি শুরুর সংবাদে কেজিতে ৮০ টাকা কমে ৩২০ টাকা বিক্রি হচ্ছে। বুধবার বিকেলের মধ্যে আরও দাম কমে যাবে বলে সংশ্লিষ্টরা জানালেন। আমদানিতে প্রতিকেজিতে শুল্ক ৩৬ টাকা। ৬০ টাকা দরে আমদানি করা কাঁচামরিচ শুল্কসহ ৯৬ টাকা। অভিযোগ রয়েছে যে বাজার সিন্ডিকেটের কারসাজিতে ৫০০ টাকা কেজি বিক্রি হয়েছে। কোথাও কোথাও ৬০০ টাকা দরে বিক্রি হয়। এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে আমদানি শুরু হয়। বেনাপোল বন্দর দিয়ে  দুইদিনে  ৫৯৩ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এসেছে ১০ টন ৯৫৬ কেজি কাচাঁ মরিচ।  দুর্গাপুজার কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল গত ৫ দিন। সোমবার বন্দর সচল হওয়ায় পরই ৫০টি ট্রাক আমদানি হয়েছে।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বেনাপোল ( যশোর) থেকে: ভারত থেকে আমদানি শুরু হওয়ায় এখানকার পাইকারি বাজারে কাঁচামরিচের দাম নিম্নমুখী হয়ে পড়েছে। শুল্কসহ প্রতিকেজির দর পড়েছে ৯৬ টাকা। আমদানি করা কাঁচামরিচ বোঝাই ট্রাক রাজধানীল কাওরানবাজারসহ দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে বেনাপোল বন্দর ত্যাগ করেছে।

বন্দর এলাকায় পাইকারি বাজারে কাঁচা মরিচের কেজি ছিল ৪০০ টাকা। আমদানি শুরুর সংবাদে কেজিতে ৮০ টাকা কমে ৩২০ টাকা বিক্রি হচ্ছে। বুধবার বিকেলের মধ্যে আরও দাম কমে যাবে বলে সংশ্লিষ্টরা জানালেন। আমদানিতে প্রতিকেজিতে শুল্ক ৩৬ টাকা। ৬০ টাকা দরে আমদানি করা কাঁচামরিচ শুল্কসহ ৯৬ টাকা। অভিযোগ রয়েছে যে বাজার সিন্ডিকেটের কারসাজিতে ৫০০ টাকা কেজি বিক্রি হয়েছে। কোথাও কোথাও ৬০০ টাকা দরে বিক্রি হয়। এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে আমদানি শুরু হয়।

বেনাপোল বন্দর দিয়ে  দুইদিনে  ৫৯৩ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এসেছে ১০ টন ৯৫৬ কেজি কাচাঁ মরিচ।  দুর্গাপুজার কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল গত ৫ দিন। সোমবার বন্দর সচল হওয়ায় পরই ৫০টি ট্রাক আমদানি হয়েছে।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করেছেন।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রাশেদুল সজীব নাজির জানান, শুল্ক বিভাগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দ্রুত খালাস দেয়া হয়েছে কাঁচামরিচের চালান। ট্রাকে ট্রাকে মরিচ দেশের বিভিন্ন এলাকার উদ্দেশ্যে বন্দর ত্যাগ করেছে।