Home আন্তর্জাতিক কানাডার বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি ছুরির কোপ! নিহত ১০ জন

কানাডার বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি ছুরির কোপ! নিহত ১০ জন

বিজনেসটুডে২৪ ডেস্ক

এই ধরনের ঘটনা সচরাচর দেখা যায় না। যেখানে একটি প্রদেশের মধ্যে মোট ১৩ টি জায়গায় হামলা চলেছে। তাও মাত্র শুধু ছুরি দিয়ে। এলোপাথাড়ি ছুরিকাঘাতে আহত হয়েছেন ১৫ জন। নিহত হয়েছেন অন্তত ১০ জন। এমন ঘটনা ঘটেছে কানাডার মধ্য সাচকাচোয়ান প্রদেশে।

মনে করা হচ্ছে দুই জন সন্দেহভাজন ব্যক্তি একটি প্রদেশের এই ১৩ টি জায়গায় হামলা করেছেন।ইতিমধ্যেই ওই দুই সন্দেহভাজনের নাম ঘোষণা করেছে পুলিশ। সন্দেহ অনুযায়ী, এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে ৩১ বছর বয়সী ডেমিয়েন স্যান্ডারসন এবং ৩০ বছর বয়সী মাইলস স্যান্ডারসন। পাশাপাশি তাদের পলাতক, বিপ্পজনক এবং সশস্ত্র বলে মনে করা হয়েছে।

রবিবার স্থানীয় সময় সাড়ে পাঁচটার সময় কানাডার এই প্রদেশের রাজধানী রেজিনা থেকে পুলিশের কাছে একটি জরুরী ফোন এসেছিল। তারপর থেকেই একের পর এক সাহায্য চেয়ে বেশ অনেকগুলি ফোন আসে। পুলিশের তথ্য অনুযায়ী সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে রবিবার দুপুরের খাবারের সময় শেষবার রেজিনাতে দেখা গিয়েছিল। আপাতত ওই অঞ্চলের বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন সবাই নিরাপদ জায়গায় আশ্রয় নেন। এখন প্রদেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, এমনকি অনেকে আতঙ্কে রয়েছেন। ওই অঞ্চলের পুলিশ ট্যুইট করে, সবাইকে নিরাপদ স্থানে থাকতে এবং বাড়িতে অচেনা লোকদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সাবধান হওয়ার নির্দেশ দিয়েছে। ভ্রমণকারীদের পরিচয় পত্র পরীক্ষা করা হচ্ছে। গাড়ির চালকদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন অপরিচিত কাউকে লিফট না দেয়।

আশ্চর্য বিষয় হল, কানাডার যে জায়গায় এই হামলা হয়েছে সেগুলি খুব শান্তিপূর্ণ গ্রামাঞ্চল হিসেবে পরিচিত। যার কারণে এলাকাবাসী বেশ অবাক হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের দেখতে পেলে দেরি না করে দ্রুত জরুরি নম্বরে ফোন করতে বলা হয়েছে। সাসকাচোয়ান পুলিশের কমান্ডিং অফিসার রন্ডা ব্ল্যাকমোরের মতে, ওই দুই সন্দেহভাজন ব্যক্তির লক্ষ্যবস্তু ছিল হামলার শিকার বেশ কিছু মানুষ। তাই তারা এলোমেলোভাবে আক্রমণের শিকার হয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী এই হামলাকে ভয়াবহ এবং হৃদয়বিদারক বলে একটি ট্যুইট বার্তায় আখ্যায়িত করেছেন।