বিজনেসটুডে২৪ ডেস্ক: কানাডা এবং মেক্সিকোর ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত থেকে আপাতত সরে এল মার্কিন প্রশাসন। সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ২ এপ্রিল পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকছে।
শুল্ক চাপানো নিয়ে ট্রাম্পের পিছু হটার সিদ্ধান্তের পেছনে কেউ কেউ যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের নেতিবাচক প্রভাবকে মনে করছেন। সবচেয়ে বেশি লোকসানের শিকার হয় গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলি। তড়িঘড়ি তিনটি গাড়ি কোম্পানির সঙ্গে আলোচনায় বসে ওয়াশিংটন। হোয়াইট হাউসের তরফে যদিও সরকারিভাবে এমন কোনও কারণের কথা বলা হয়নি।
ট্রাম্প শুল্কনীতি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পরই কানাডা জানিয়েছে, তারাও আপাতত আমেরিকার পণ্যে শুল্ক চাপানোর সিদ্ধান্ত স্থগিত রাখছে। তবে প্রথম দফায় যে মার্কিন পণ্যগুলির উপর শুল্ক বসানো হয়েছিল, সেগুলি বলবৎ থাকছে বলে জানা গিয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছিলেন, যে দেশ আমেরিকার উপর যতটা শুল্ক চাপায়, তাদের উপর পালটা শুল্ক চাপাবে আমেরিকাও। এই শুল্ক ৩৫ শতাংশ পর্যন্তও হতে পারে বলে জানিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। সেইমতো কানাডা ও মেক্সিকোর উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়। মঙ্গলবার থেকেই কার্যকর হয় এই নয়া শুল্ক হার।
আমেরিকার এই নিয়ম কার্যকর হওয়ার দিনই অবশ্য মার্কিন পণ্যের উপর পালটা শুল্ক চাপিয়েছিল কানাডা। চড়া শুল্ক চাপানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল মেক্সিকোও।