Home আন্তর্জাতিক কানাডায় ট্রাকের তলায় পিষে হত্যা ঘৃণাজনিত

কানাডায় ট্রাকের তলায় পিষে হত্যা ঘৃণাজনিত

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

কানাডার ওন্তারিও প্রদেশে তীব্র গতিতে চালিয়ে পিক আপ ট্রাকের তলায় এক মুসলিম পরিবারের চারজনকে পিষে মারল এক ব্যক্তি। রবিবারের সন্ধ্যার ঘটনায় শোরগোল হচ্ছে। ২০ বছরের সন্দেহভাজন ট্রাকচালকের পরনে ‘বডি আর্মার’ বা ঢাল জাতীয় কিছু ছিল। ঘটনার পরই সে এলাকা থেকে চম্পট দেয়, তবে ওন্তারিওর লন্ডন এলাকার এক মোড় থেকে সাত কিমি দূরে মল থেকে গ্রেফতার হয়। এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত বলে জানিয়েছে পুলিশ। গোয়েন্দা শাখার সুপারিনটেন্ডেন্ট পল ওয়েইট সংবাদ সম্মেলনে বলেন, এটা আগাম পরিকল্পনামাফিক ঘটেছে, এমন ভাবার প্রমাণ আছে। এর পিছনে রয়েছে ঘৃণার মানসিকতা। মুসলিম বলেই এই লোকগুলিকে নিশানা করা হয়।

পরিবারটি ১৪ বছর আগে পাকিস্তান থেকে পাকাপাকি কানাডায় চলে আসে ।

নিহতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে তাঁদের মধ্যে আছেন ৭৪ বছর বয়সি এক বৃদ্ধা, ৪৬ বছরের এক ব্যক্তি, ৪৪ বছরের এক মহিলা, ১৫ বছরের এক নাবালিকা। ৯ বছরের এক জখম কিশোর হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হচ্ছে সে। এঁরা একই পরিবারের তিনটি প্রজন্ম বলে জানিয়েছেন লন্ডনের মেয়র এড হোল্ডার। তিনি বলেছেন, আমি স্পষ্ট বলছি, এটা মুসলিম, লন্ডনবাসীদের বিরুদ্ধে গণহত্যা। এর উৎস এমন তীব্র ঘৃণা যা ভাষায় প্রকাশ করা যায় না।

নাথানিয়েল ভেল্টম্যান নামে সন্দেহভাজন ঘাতককে চার দফার ফার্স্ট ডিগ্রি মার্ডার ও খুনের চেষ্টায় অভিযুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার পর ওই পরিবারের ৫ সদস্য রাস্তার ধার দিয়ে হাঁটছিলেন। তাঁরা মোড় পেরনোর জন্য অপেক্ষা করছিলেন। আচমকা কালো রঙের পিক আপ ট্রাকটি তীব্র বেগে ছুটে এসে তাঁদের আঘাত করে। ওয়েইট তদন্তের কিছু তথ্য দিতে  চান, সেইসঙ্গে জানান, সন্দেহভাজনের সোস্যাল মিডিয়া পোস্টগুলি পুলিশ খতিয়ে দেখেছে। স্থানীয় কর্তৃপক্ষ ফেডেরাল পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে তার বিরুদ্ধে ‘সম্ভাব্য সন্ত্রাসবাদের অভিযোগ’ যুক্ত করার ব্যাপারে যোগাযোগ রাখছে।