Home আকাশপথ সৌদি আরবে বিদেশি কর্মিদের চাকরি পরিবর্তন অবাধ করা হয়েছে

সৌদি আরবে বিদেশি কর্মিদের চাকরি পরিবর্তন অবাধ করা হয়েছে

বিজনেসটুডে২৪ ডেস্ক

সৌদি আরবে ‘কাফালা’ পদ্ধতি বাতিল করল সরকার। ফলে বেসরকারিখাতে কর্মরত বিদেশি কর্মীরা তাদের চাকরি পরিবর্তন এবং নিয়োগদাতার অনুমতি ছাড়াই সৌদি আরব ত্যাগ করতে পারবেন।- আল-আরাবিয়া, আরব নিউজ

রবিবার (১৪মার্চ ) থেকে এই আইন কার্যকর হবে।

সৌদি আরবের সরকার বলছে, এই নতুন নিয়মের মাধ্যমে তারা কাজের পরিবেশের উন্নয়ন এবং দক্ষতা বাড়াতে চায়।

গেল বছরের নভেম্বর মাসে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল ২০২১ সালের ১৪ মার্চ থেকে আর কাফালা পদ্ধতি থাকবে না।

সৌদি আরবে কাফালা পদ্ধতির কারণে বিদেশ থেকে কর্মীরা গেলে নিয়োগকর্তা বা নিয়োগকারীর প্রতিষ্ঠানের অধীনেই চাকরি করতে হত। কোনো কর্মী অন্য প্রতিষ্ঠানে সুযোগ-সুবিধা বেশি পেলেও তিনি সেই প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন না। সে কারণে কর্মীরা বঞ্চিত হয়ে থাকেন।