বিজনেসটুডে২৪ ডেস্ক
কাবুল বিশ্ববিদ্যালয়ে আর পড়া বা পড়ানো তো দূরের কথা, ঢুকতেই পারবে না মেয়েরা। সম্প্রতি এমনই ফতোয়া জারি করেছে তালিবান। গোটা আফগানিস্তানে কাবুল বিশ্ববিদ্যালয়ই সবচেয়ে বড়। কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানের দরজা এখন থেকে মেয়েদের জন্য বন্ধ হয়ে গেল।
কাবুল বিশ্ববিদ্যালয়ে নতুন যে উপাচার্য নিযুক্ত হয়েছেন তিনি হলেন আশরফ গৈরাট। তিনিই বুধবার একটি ফরমান জারি করেছেন। তাতে বলা হয়েছে, পড়ুয়া হোক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী, কাবুক বিশ্ববিদ্যালয়ে এখন থেকে আর কোনও মহিলা পা রাখতে পারবেন না। মহিলাদের সেখানে প্রবেশ নিষিদ্ধ।
কেন এই ফরমান? উপাচার্য বলেছেন, ইসলাম সবার আগে। ওই বিশ্ববিদ্যালয়ে আগে ইসলামের যথার্থ আবহ তৈরি হতে হবে। তা না হলে মেয়েরা সেখানে ঢুকতে পারবে না। উল্লেখ্য কাবুল বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য গৈরাট স্নাতক ডিগ্রিধারী। আর অবশ্যই তিনি ঘোর তালিবানপন্থী। তিনিই আফগানিস্তানে মেয়েদের স্কুল সম্বন্ধে বলেছিলেন সেগুলি আদৌ শিক্ষা প্রতিষ্ঠান নয়, যৌনদাসী তৈরির কারখানা।
কাবুলের মসনদ দখল করার পর তালিবান বলেছিল তারা সকলের অধিকার সুরক্ষিত করবে। মেয়েরা নির্ভয়ে সেখানে চলাফেরা করতে পারবে। শরিয়া আইন মেনে দেশ চলবে বলে জানিয়েছিল তালিবান। মেয়েরা স্কুল কলেজ এমনকি চাইলে বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করতে পারবে বলা হয়েছিল। সেই মতো দেখা গিয়েছিল কলেজের ক্লাস শুরু হয়েছে আফগান মুলুকে। ছেলে ও মেয়েদের মাঝে পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার কাবুল বিশ্ববিদ্যালয়ে মেয়েদের প্রবেশই নিষিদ্ধ হয়ে গেল।