মোঃ রাসেল মিজি
গাজীপুর: কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
সোমবার (২১ জুন) সকাল ৮টায় শুরু হয়ে এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকালে ভোটকেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে।
উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মোট ভোট কেন্দ্র ৭৪টি, মোট ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ১৮৬ জন ও নারী ভোটার ৭৮ হাজার ৪৩৮ জন। সকাল থেকে ৭৪টি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শুরুর সাত ঘণ্টা অতিবাহিত হলেও এখনও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
এ বিষয়ে জেলা নির্বাচন কমিশনার কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ভোট ঘিরে উত্তেজনা ও শঙ্কা আছে, থাকবে। তবে তা সীমালঙ্ঘন যাতে না ঘটে সেজন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রবিবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের গোল্লারটেক এলাকায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় পুলিশ অস্ত্রসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে।