বিজিনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: নগরীর মোহরা ও কালুরঘাট শিল্প এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
আজ মঙ্গলবার (২৬ মে) সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
কালুরঘাট শিল্প এলাকার গোল্ডেন হাইট্স ইন্ডাষ্ট্রিজ লিঃ থেকে ৪ লাখ ৯০ হাজার ও হাজী ছাবের আহমদ টিম্বার এন্ড কন্টেইনার ইয়ার্ড থেকে ২ লাখ ২৪ হাজার টাকা , বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ কামাল বাজার এলাকায় ০৬টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকাসহ মোট ৭ লাখ ৬৪ হাজার টাকা আদায় করা হয়। এছাড়াও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে ০৪টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেটকে রাজস্ব সার্কেলের কর কর্মকর্তা, উপ-করকর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা প্রদান করেন।