Home Third Lead কালোটাকা বিনিয়োগে আরও কর সুবিধা চায় ডিএসই

কালোটাকা বিনিয়োগে আরও কর সুবিধা চায় ডিএসই

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পুঁজিবাজারে তারল্য সরবরাহ বাড়াতে কালো টাকা বিনিয়োগে আরও কর সুবিধা চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

 আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য মাত্র ৫ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ চেয়েছে দেশের প্রধান এই পুঁজিবাজার। একই সঙ্গে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করপোরেট করহারের ব্যবধান ১৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব দিয়েছে স্টক এক্সচেঞ্জটি। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২১-২২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় পুঁজিবাজারের জন্য এমন প্রস্তাব দিয়েছে ডিএসই।

কালো টাকা ৫ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে একই ধরনের বিনিয়োগের প্রস্তাব বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনও (বিএমবিএ) দিয়েছে। আর সাধারণ বীমা কোম্পানির প্রায় ৩৫ শতাংশ ও জীবন বীমা কোম্পানির ক্ষেত্রে ৩০ শতাংশ করপোরেট কর দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।

এনবিআর সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, মার্চেন্ট ব্যাংক, ডিএসই ও সিএসই প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

কর আওতার বাইরে থাকা কালো টাকা অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনতে চলতি অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগে ১০ শতাংশ কর দিয়ে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়। এই সুবিধার আওতায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগ হয়েছে ২২৮ কোটি টাকা। পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করতে এই সুযোগ নিয়েছেন ২০৫ জন ব্যক্তি। এতে সরকার রাজস্ব পেয়েছে ২২ কোটি ৮৪ লাখ টাকা।

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ অব্যাহত থাকবে। কালো টাকা বিনিয়োগের এই বিশেষ সুযোগ আরও এক বছর বাড়িয়ে ২০২২ সালের ৩০ জুন করার প্রস্তাব দিয়েছে ডিএসই ও বিএমবিএ। একই সঙ্গে কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে বর্তমান কর হার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করার প্রস্তাব বিবেচনার অনুরোধ জানিয়েছে তারা। এই সুবিধা দেওয়া হলে করের বাইরে থাকা অপ্রদর্শিত অর্থ অর্থনীতির মূলধারায় ফিরে আসার পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নেও ভূমিকা রাখবে।